পীরকে সেজদা করে এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫২৬তম পর্বে শিরকি কাজে লিপ্ত ব্যক্তিদের জাকাত দেওয়া যাবে কি না, সে সম্পর্কে বিস্তারিত জানতে রাজবাড়ী থেকে টেলিফোন করেছেন আনোয়ার। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।


প্রশ্ন : শিরক করে, পীরকে সেজদা করে, পীর যেখানে বসে, সেই খালি আসনে সেজদা করে, আরো অনেক শিরকি ও বেদআতি কাজ করে এমন মুরিদকে কি জাকাত-সদকা দেওয়া যাবে?

উত্তর : না। যারা কোনো পীরকে সেজদা করে থাকে, কবরে সেজদা করে থাকে অথবা আপনি যেগুলো বলেছেন, এ ধরনের কোনো শিরকি কাজে লিপ্ত থাকে, তাদের সদকা-জাকাত কোনোটাই দেওয়া জায়েজ নেই। এটি সম্পূর্ণরূপে হারাম, এদের জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না।

No comments:

Post a Comment