ঈদে বা জুমার নামাজ একা পড়া যায় কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৫২৩ পর্বে ঈদের নামাজ বা জুমার নামাজ একা পড়া যায় কি না, সে সম্পর্কে টেলিফোনে জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ঈদের নামাজে ও জুমার নামাজে যদি কেউ এক রাকাত পায়, বাকি এক রাকাত কি সে একা একা পড়তে পারে?
উত্তর : ঈদের নামাজ বা জুমার নামাজ যদি কেউ এক রাকাত পেয়ে থাকেন, তাহলে তিনি আর এক রাকাত একাকী শেষ করবেন। এভাবে নামাজ শেষ করা তাঁর জন্য জায়েজ রয়েছে। এটি অধিকাংশ ওলামায়ে কেরামের ফতোয়া।
অতিরিক্ত যে তাকবিরগুলো রয়েছে বা দ্বিতীয় রাকাতের যে তাকবিরগুলো রয়েছে, সেগুলো আপনি একাকী আদায় করবেন।

1 comment:

  1. বর্তমান সময়ে ঈদের নামাজ কি ভাবে আদায় করতে হবে।

    ReplyDelete