কাপড়ের ব্যবসা মন্দ না

আমা‌দের হয়‌তো ধারনা নেই যে, কতভাবে মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। সচ্ছলভা‌বে বাঁচার তা‌গি‌দে মানুষ কতশত পেশায় নি‌য়ো‌জিত তা কল্পনার বাই‌রে। ত‌বে বেশীরভাগ ক্ষেত্রেই মানুষ কাপ‌ড়ের ব্যবসাটা বেশি পছন্দ করে।  মানুষ এই ব্যবসা করে ভালোই লাভবান হচ্ছে। আর কেনই বা ভাল লাগবে না,বাংলাদেশের বেশীর ভাগ মানুষ পোশাকশিল্পের মাধ্যমেই জীবিকা নির্বাহ করে। এর চা‌হিদাও ব্যাপক।

আমাদের দেশে ক‌য়েক লাখ বেকারত্ব দূর হয়েছে পোশাক শিল্পের কল্যা‌নে। ফুটপাতে, রাস্তায়, ভ্রাম্যমান গাড়িতে করে মানুষ কাপড়ের ব্যবসা করছে। লাভও খারাপ নয় ভালোই। বায়ারের অর্ডারের বাইরে অতিরিক্ত কাপড় গুলি চলে আসে ফুটপাতে। তাই কাপড়ের যোগান ভালো, ক্ষ‌তি নেই, লাভও ভালো। তাই সবাই কাপড়ের ব্যবসায় ঝুঁকছে।
আরিফ হাসান, বাড়ি গোপালগঞ্জ। তিনি বেশীর ভাগ সময় কাপড় কিনে আনেন নারায়ণগঞ্জ, চাষারা, ইসলামপুর ও বঙ্গবাজার থেকে। তারপর ভ্রাম্যমান গা‌ড়ি‌তে ক‌রে তা সেল দেয় এয়ার‌পোর্ট এলাকায়। বেশি কাপড় কিনেন না, শর্ট কোয়ান্টিটি কিনেন। যাতে তাড়া তাড়ি বিক্রি করে দিতে পারেন এবং লোকসান গুনতে না হয়।

তার মতে অল্প অল্প করে কাপড়ের ব্যবসা করা ভাল। এর বিশেষ কারণ হচ্ছে পোশাক আবহাওয়া ও সামাজিক অনেক অনুষ্ঠানের সাথে পরিবর্তনশীল। আপনি গরম কালে শীতের কাপড় বি‌ক্রি করতে পারবেন না। তেমনি শীতে, শীতের কাপড় বিক্রি করা চাই।

তিনি বাচ্চাদের কাপড় বেশি রাখেন। সস্তায় বাচ্চাদের কাপড় কিনতে অনেকে ভিড় করে। কেননা বাচ্চারা খুব দ্রুত কাপড় ময়লা করে ফেলে। তাই কম দামে অনেক জামা কিনে সবাই চায় শিশুদের ভাল পোশাক পরাতে।  তিনি বলেন, দিনে যদি ভালো বিক্রি হয় তাহলে সর্বোচ্চ ১০০০-২০০০ টাকা আয় করা যায় । তবে ব্যবসা করতে তাকে কোন  চাঁদা অথবা “টোকেন মানি” দিতে হয় না।

কিছু প্রয়োজনীয় কথা
* ব্যবসা শুরুর আগে কাপড় সম্পর্কে ও নিয়‌মিত বাজারদর ভালোভাবে জানুন।
* ব্যবসার জন্য নিয়‌মিত সময় দেয়া ও প্র‌তি‌দিন এর ভা‌লো মন্দ দিক নি‌য়ে সৃজনশীল চিন্তা কর‌তে হ‌বে।
* প্র‌তি‌দি‌নের আয় ও ব্য‌য়ের হিসাব লি‌পিবদ্ধ ক‌রে রাখ‌তে হ‌বে এবং দিন‌ শেষে তা পর্যা‌লোচনা কর‌তে হ‌বে।
* পরিচিতি ও বি‌ক্রি বাড়াতে কম লাভে কাপড় বিক্রি করতে পারেন।
* কাপড় কেনার সময় ভালোভাবে পরীক্ষা করে নেবেন।
* ব্যবসা ছোট বা বড় হোক এর প্রচারণা বাড়া‌তে হ‌বে। এজন্য বি‌ভিন্ন সোস্যাল মি‌ডিয়ার সরণাপন্ন হ‌তে পা‌রেন।
* মা‌ঝে ম‌ধ্যে বি‌শেষ অফা‌র দি‌য়ে মাই‌কিং, বিল‌বোর্ড, দেয়াল লিখ‌নের ব্যবস্থা কর‌তে হ‌বে।
* স‌র্বোপ‌রি ব্যবসার ক্ষাতি‌রে নি‌জে‌কে ধৈর্যশীল, সৎ ও নিষ্ঠাবান হ‌তে হ‌বে। সা‌থে সা‌থে সতর্ক ও স‌চেতনভা‌বে ব্যবসা প‌রিচালনা কর‌তে হ‌বে।

^
^
dear bangla24 : ব্যবসার আই‌ডিয়া, কাপড় ব্যবসা, উপায়, নিয়ম, পোশাক ব্যবসা, শুরু, ব্যবসা, ভ্রাম্যমান ব্যবসা

1 comment:

  1. আপনার লেখাটি পড়ে ভাল লাগল

    ReplyDelete