ঈদকে ঘিরে নর‌সিংদী বাবুরহাটের পাইকা‌রি কাপড় ব্যবসা জমজমাট

বাংলাদেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাট। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত কাপ‌ড়ের এই বৃহৎ পাইকা‌রি বাজার, সপ্তাহের প্রতি শুক্র থেকে রবিবার পর্যন্ত হরদম চ‌লে।
সারা বছর এই কাপ‌ড়ের বিশাল বাজা‌রে ক্রেতা বি‌ক্রেতার হাকডাক থাক‌বেই। ত‌বে এখা‌নে বা‌রো মা‌সে যে কাপড় কেনাবেচা হয়, তার থে‌কে বে‌শি হয় দুই ঈদ‌কে ঘি‌রে।
আস‌ছে রমজা‌নের ঈদের কেনাকাটা তাই পুরোদমে জমে উঠেছে এখন থে‌কেই। ঈদ উপলক্ষে দোকানে দোকানে দেশীয় তৈরি নতুন কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন কাপড় ব্যবসায়ীরা। রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই সপ্তাহের প্রতি শুক্র থেকে রবিবার পর্যন্ত দেশের নানা প্রান্তের পাইকারি ও খুচরা ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠছে দেশীয় কাপড়ের এই বাজারটি।
ঈদকে ঘিরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা। ব্যবসায়ী ছাড়াও পাইকারি দরে যাকাতের শাড়ি, লুঙ্গি কেনার জন্য আগে ভাগেই আসছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকরা। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততোই বাড়ছে পাইকারি ক্রেতার ভিড়।
শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, শার্ট পিস, প্যান্ট পিস, থান কাপড়, পাঞ্জাবির কাপড়, গামছা, বিছানার চাদরসহ প্রায় সব ধরনের দেশীয় কাপড় পাওয়া যায় এখানে।
ঈদ উপলক্ষে বাজারের ছোট বড় প্রায় চার হাজার দোকানে সব ধরনের কাপড়ের পসরা সাজিয়ে ব‌সে‌ছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা কাপড় বিক্রেতারা ঈদ উপলক্ষে প্রতি বছরই দোকানে নতুন কাপড়ের পসরা সাজাতে রোজার শুরুতেই আসেন শেখেরচর-বাবুরহাটে।

দেশের অন্যতম শাড়ি, লুঙ্গি ও অন্যান্য দেশীয় বস্ত্র কারখানাগুলো নরসিংদী কেন্দ্রিক। তাই এসব বস্ত্র কোম্পানিগুলোর প্রধান শো-রুম রয়েছে বাবুরহাটে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ও ন্যায্য দামে চাহিদা অনুযায়ী সব ধরনের দেশীয় কাপড় পাওয়ায় পাইকারি ক্রেতাদের আগ্রহের কমতি নেই এই হাটকে ঘিরে।

সপ্তাহের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজশাহী, বগুড়া, রংপুর, সিলেট, ফেনী, বরিশাল, পিরোজপুর, জামালপুর, ভোলা, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা, টাঙ্গাইল, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠছে বাজারটি। বাজারের প্রতিটি অলি-গলিতে হাটের দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পাইকারি কাপড় বিক্রি। কেনা শেষ হলে শ্রমিকরা কাপড়ের গাইট বেঁধে তুলে দিচ্ছেন ঢাকা-সিলেট মহাসড়কে রাখা ট্রাক ও অন্যান্য যানবাহনে। প্রতিদিন এখান থেকে পাঁচ শতাধিক ট্রাক বোঝাই কাপড় যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতে।

বাবুরহাট বাজারের লুঙ্গি ও শাড়ির পাইকারি বিক্রেতা আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান আলহাজ হেলাল উদ্দিন বলেন, ঈদ উপলক্ষে শাড়ি-থ্রি পিসসহ নতুন নতুন ডিজাইনের যাবতীয় কাপড় তোলা হয়েছে দোকানগুলোতে। গত ঈদগু‌লো‌তে রাজনৈতিক অস্থিরতার কারণে খুব একটা বেচাকেনা করতে পারিনি, কিন্তু এবার পাইকারি ক্রেতারা অনায়াসেই আসা যাওয়া করতে পারছেন। খুচরা দোকানগুলোতে বেঁচাকেনা বাড়ায় পাইকারি বাজারেও বেঁচাকেনা বেড়েছে।
পাকিজা ফেব্রিক্স কালেকশনের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) শংকর সাহা বলেন, ঈদ উপলক্ষে থ্রি-পিস ও শাড়িতে নতুনত্ব আনা হয়েছে। দেশের অন্যান্য বাজারের তুলনায় দাম কম ও কাপড়ের মান ভালো হওয়ায় সারাদেশের পাইকারি ক্রেতারা ঈদের কাপড় কিনতে এই হাটে আসেন।
বোখারী লুঙ্গির স্বত্তাধিকারী আসাদুজ্জামান আসাদ বলেন, বছরের দু’টি ঈদেই মূলত বেশি বেঁচা-কেনা হয় বাবুরহাটে। বিশেষ করে ঈদুল ফিতরে যাকাতের জন্য লুঙ্গি ও শাড়ির চাহিদা বেড়ে যায়।
শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সভাপতি বলেন, ঈদ উপল‌ক্ষে আশানুরূপ বেঁচাকেনা হচ্ছে। প্রতি হাটে শুক্র থেকে রবিবার আনুমানিক চারশ কোটি টাকার নানা রকমের কাপড় বিক্রি হচ্ছে।

^
^
শেখেরচর-বাবুরহাট পোশা‌কের মা‌র্কেট, wholesale cloth market in bangladesh, norshingdi baburhat market, কাপ‌ড়ের হাট, baburhat cloth market, wholesale readymade garments market in bangladesh, শেখেরচর-বাবুরহাট কাপ‌ড়ের বাজার, পাইকা‌রি কাপ‌ড়ের বাজার, narshingdi baburhat cloth market, baburhat bazar narshingdi, পোশা‌কের হাট, বাজার, bangladesh cloth wholesale, হাট, কাপ‌ড়ের পাইকা‌রি বাজার, cloth market bd, baburhat market map, baburhat cloth market, shikher-chor

No comments:

Post a Comment