জাতীয় তথ্য বাতায়ন

বাংলা‌দে‌শের সরকা‌রি ও গুরুত্বপূর্ণ বেসরকা‌রি তথ্য ও সেবা এখন আরও সহজ! যেকোনো ক্ষনে, যেকোনো স্থা‌নে । 

এক ঠিকানায় এখন পুরো বাংলাদেশ! ৬১টি মন্ত্রণালয়, ৩৫১টি অধিদপ্তর, ৮টি বিভাগ, ৬৪টি জেলা, ৪৮৯টি উপজেলা, ৪৫৫০টি ইউনিয়নসহ মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায় পর্যন্ত ৪৩,০০০ সরকারি অফিসের ২৫,০০০ এর বেশি ওয়েবসাইট ব্রাউজ করতে ভিজিট করুন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ।

এক ঝলকে দেখে আসুন জাতীয় তথ্য বাতায়নের নানা বৈশিষ্ট্য।


ঘরে বসেই সকল সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতির তথ্য; সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগের তথ্য, বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্য (পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, হোটেল-আবাসন, কৃষি ইত্যাদি) সহ 'জাতীয় তথ্য বাতায়ন' এর ২৫০০০ এর অধিক ওয়েবসাইটের তথ্য পেতে এখন আপনার মোবাইল হতে কল করুন ১০৪ নম্বরে, দিন-রাত ২৪ ঘন্টা @ ৬০ পয়সা/মিনিট।
টেলিফোন ও বিদেশ হতে এই সেবা পেতে কল করুন ০৯৬৬৬৭০০১০৪ নম্বরে।

ও‌য়েবসাইটঃ
জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd)

No comments:

Post a Comment