পোশাকে তরল নাপাকি দূর হবে কীভাবে?

পোশাক থেকে তরল নাপাকি দূর হয়েছে কি না, তা বোঝার উপায় সম্বন্ধে রাজধানীর শনির আখড়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক।
প্রশ্নের উত্তর দি‌য়ে‌ছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
প্রশ্ন : তরল নাপাকি কাপড় থেকে চলে গেল কি না, বুঝব কীভাবে? পানির সঙ্গে তো পার্থক্য করা যায় না।
উত্তর : এতটুকুই যথেষ্ট। পানি দিয়ে আপনি যখন ধৌত করবেন, তখনই আপনি নিশ্চিত হবেন যে তরল নাপাক বস্তু চলে গেছে। নাপাক বস্তুর কোনো চিহ্ন যদি কোথাও অবশিষ্ট না থাকে এবং পানিতে ধোয়ার পর যখন নাপাক বস্তু পানিতে মিশে যায়, এতেই পবিত্র হয়ে যায়।
পবিত্রতার জন্য শর্ত হচ্ছে, নাজাসাতের জন্য কোনো চিহ্ন যেন না থাকে। কোনো চিহ্ন যদি থেকে যায়, তাহলে বুঝতে হবে নাজাসাত দূর হয়নি। এটাই সহজ কথা। পানিতে আপনি দেন, এর পর একটু ঘষার পরেই দেখছেন যে, সব নাজাসাত পরিষ্কার হয়ে যায়। সুতরাং এ ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করা ইসলামী অনুমোদনের বাইরে। এটাকে বলা হয়ে থাকে দ্বীনের ওপর বাড়াবাড়ি করা। এটি ইসলামী শরিয়তের মধ্যে জায়েজ নেই। বাড়াবাড়ি করতে গেলে বড় ধরনের ক্ষতি হবে।

No comments:

Post a Comment