কম্পিউটারের সেরা ১০টি ফ্রি সফটওয়্যার

কম্পিউটারের দুনিয়ায় সবথেকে বহুল ব্যবহৃত ও জন‌প্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ। যার ম‌ধ্যে আ‌ছে উই‌ন্ডোজ এক্স‌পি, ভিসতা, সে‌ভেন, এইট এবং টেন। তাই আপনার উইন্ডোজ কম্পিউটারটি আরও প্রোডাক্টিভ ও পাওয়ারফুল করার জন্য ব্যবহার করে দেখতে পারেন এই ১০টি ফ্রি সফটওয়ার।

১. ফায়ারফক্স
আপনি যদি এখনো ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন তাহলে আপনার জন্য সেরা অপশন ফায়ারফক্স। এর মাধ্যমে ইন্টারনেট এক্সপ্লোরার এর থেকে অনেক মসৃণ, দ্রুত এবং আরও নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ ছাড়াও প্লাগ-ইন ব্যবহার করে আরও ভালো করে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট।

২. থান্ডারবার্ড
এটি একটি ই-মেইল ক্লায়েন্ট। এর অন্যতম গুরুত্বপুর্ণ ফিচার হলো ফিসিং প্রতিরোধে সক্ষম এই ই-মেইল ক্লায়েন্টটি। এ ছাড়াও খুব দ্রুত গতির এটি।

৩. সিসি ক্লিনার
আপনার কম্পিউটার কি স্লো হয়ে গিয়েছে? সিস্টেম ক্লিন করার কথা ভাবছেন? তাহলে ব্যবহার করুন সিসি ক্লিনার।

৪. রেকুভা
সিসি ক্লিনার এর বিপরীত কাজ করে এই সফটওয়ারটি। আপনার কম্পিউটার থেকে ডিলিট হওয়া ফাইল রিকভার করতে পারবে এই সফটওয়্যার।

৫. ভিএলসি মিডিয়া প্লেয়ার
প্রায় সকল মিডিয়া ফাইল ফরম্যাট আপনার কম্পিউটারে চালানো সম্ভব এটি দিয়ে। তাই ব্যবহার করে দেখতে পারেন সফটওয়ারটি।

৬. অ্যাডব রিডার ও ফ্ল্যাশ প্লেয়ার
আপনি যদি কম্পিঊটারে পিডিএফ আথবা ই-বুক পড়েন তবে ব্যবহার করুন অ্যাডব রিডার। আর আপনার ব্রাউজারে ভিডিও দেখার জন্য অবশ্যি ইন্সটল করুন অ্যাডব ফ্ল্যাশ প্লেয়ার।

৭. টিম ভিউয়ার
রিমোট ডেস্কটপ ভিউইং এর জন্য সেরা সফটয়ার টিম ভিউয়ার। এই সফটওয়ারের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারবেন।

৮. সাইবার ঘোস্ট ভিপিএন
আপনি যদি গোপনে ইন্টারনেট ব্রাউজ করতে চান তাহলে ব্যবহার করুন এটি। এ ছাড়াও ব্যবহার করতে পারেন অন্য ভিপিএন সফটওয়্যার।

৯. ৭জিপ
এটি একটি জিপ ফাইল ম্যানেজার। জিপ বা আরএআর এর মতো যেকোনো কম্প্রেসড ফাইলকে আনকম্প্রেস করতে ব্যাহহার করুন এটি।

১০. কি স্ক্র্যাম্বলার
আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে ব্যবহার করুন এটি।

No comments:

Post a Comment