Showing posts with label মোবাইল. Show all posts
Showing posts with label মোবাইল. Show all posts

১১ টাকায় স্মার্টফোন এবার বাংলাদেশে!

সংবাদ মাধ্যমে প্রায়ই ভারতের বাজারে বিশেষ প্যাকেজের আওতায় সীমিত সংখ্যক ক্রেতাদের জন্য মাত্র কয়েক টাকায় স্মার্টফোন বিক্রির খবর আসে। এবার তেমনই অফার আসছে বাংলাদেশি ক্রেতাদের জন্যও। 

স্মার্টফোনের গোপন কোডগুলোর কাজ জে‌নে রাখুন

মোবাইল ফোনকে এক সময় কথা বলার পাশাপাশি নিছক প্রযুক্তি হিসেবে ধরা হতো। কিন্তু এখন মুঠোফোন আর শুধু দূরালাপনীই নয় বরং তা মানুষের নিত্যপ্রয়োজনীয় উপকরণ হিসেবে কাজে লাগছে।

খুব কম মানুষই আমাদের মুঠোফোনের সমস্ত খুটিনাটি বিষয় জানি। আমাদের এ বেতার আলাপনীতে রয়েছে কিছু গোপন কোড যা নিয়ে আমরা কখনই ভাবিনা।

পাওয়ার ব্যাংক সম্পর্কে জরুরি তথ্যগু‌লো জা‌নেন কি?

প্রাত্য‌হিক জীবনে স্মার্টফোনের গুরুত্ব নতুন করে বলার প্রয়োজন নেই। সবাই সবখানে তার ফোন দিয়ে ব্যস্ত থাকে ৷ অতি ব্যবহারের কারণে তাই এর ব্যাটারিও দ্রুত ফুরিয়ে যায়।

আর সে কারণেই তো প্রয়োজন বেড়েছে পাওয়ার ব্যাংক এর। সেখানে সঞ্চিত থাকে বিপুল চার্জ। দশ-বিশ হাজার এমএএইচ (mah) শক্তির এই পাওয়ার ব্যাংক মোবাইলগুলোকে চালু রাখছে চিন্তা ছাড়াই।

তাই এটা সবার কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে৷ চার্জ ফুরালেই পকেট বা ব্যাগ থেকে পাওয়ার ব্যাংক বের করে ফোন চার্জ করে নিতে পারেন। ব্যাপক সুবিধাজনক হওয়ার কারণে তাই এটি জনপ্রিয় হয়েছে। এখানে পাওয়ার ব্যাংক সম্পর্কে জেনে নিন বি‌শেষ কিছু কথা।

গুগ‌লের বেস্ট অ্যান্ড্র‌য়েড অ্যাপস

বর্তমান স্মার্টফোনে হাজারো কাজের জন্যে প্রয়োজনীয় অ্যাপের বিশাল বাজারটি ক্রমশ বাড়িয়েই চলেছে গুগল। এমনকি গুরুত্বপূর্ণ কাজটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্যে ভালোমানের অ্যাপগুলোকে ডাউনলোডে উৎসাহ জোগায় গুগল।

গুগ‌লের প্লে স্টোরে এসব ভালো অ্যাপের গুণগত মান, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং শক্তিশালী কৌশলগত ব্যবহারের পদ্ধতি বিচার করে সেরা কিছু অ্যাপ আপনাদের সামনে তুলে এনেছে গুগল। এখানে দেখে নিন কয়েকটাকে। 

মোবাইল নম্বর গোপন রেখে কল করুন সহ‌জেই

অদ্ভূতুরে শি‌রোনাম! স‌ত্যিই সম্ভব? হ্যা সম্ভব। প্রযু‌ক্তির দু‌নিয়ায় অসম্ভব ব‌লে কিছু আ‌ছে ব‌লে ম‌নে হয় না! এখন থে‌কে কাংঙ্খিত ব্যক্তিকে ফোন করে চম‌কি‌য়ে দিন আপনার প‌রি‌চিত নাম্বার দি‌য়েই। আমরা যখন কাউ‌কে ফোন দেই, তখন ফোন করার সঙ্গে সঙ্গেই মোবাইল নম্বর ফোন রিসিভকারী ব্যক্তি পেয়ে যান। এ ক্ষেত্রে মেয়েরা অনেক সময় সমস্যায় পড়ে যান। অপরিচিত ব্যক্তিরা শুধু শুধু ডিস্ট্রাব করতে থাকে। তাই এখনই জেনে নিন, মোবাইল নম্বর গোপন রেখে কল করার উপায়।

আইফোন ৭: নতুন নতুন ফিচারসহ আগমন

গ্রাহক‌দের প্রত্যাশা মতোই একঝাঁক নতুন ফিচার্সসহ প্রকাশিত হল আইফোন ৭ (iPhone 7)। অ্যাপল-এর সিইও টিম কুক আইফোন এর নতুন সংস্করণের উদ্বোধন করলেন। এখন পর্যন্ত যত আইফোন লাউঞ্চ হয়েছে, তার মধ্যে সদ্য উদ্বোধন হওয়া সংস্করণই সবচেয়ে উন্নত বলে দাবি অ্যাপল-এর। আইফোন ৭-এর ক্যামেরা গুগল সেটআপ-এর। এই ক্যামেরা ৬০ শতাংশ দ্রুত ছবি তুলতে সক্ষম। ৩০ শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ বাঁচাবে এই উন্নত ক্যামেরা। থাকছে ৪কে ভিডিও চালানোর ক্ষমতা।

সাড়ে পাঁচ ইঞ্চি স্ক্রিনের আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস ধুলো ও জলনিরোধক। লাউঞ্চ হওয়া আইফোন ৭-এর রঙ কালো। এটির বাইরের অংশ অ্যালুমিনিয়ামের তৈরি। আইওএস ১০-ই সবচেয়ে উন্নত বলে জানিয়েছে অ্যাপল। এতদিনের প্রচলিত ইয়ারফোনকে বিদায়

ইউসি ব্রাউজার বাংলাদেশে নিয়ে এলো বিডি এক্সপ্রেস

চীনের আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের পোর্টফোলিও প্রতিষ্ঠান ইউসিওয়েব নিয়ে এসেছে ‘বিডি এক্সপ্রেস’। পাঠকের সংবাদপ্রাপ্তির অভিজ্ঞতাকে বদলে দেওয়ার লক্ষ্যে দেশের খ্যাতনামা নিউজপোর্টালগুলোর সহযোগিতায় অভিনবভাবে কাজ করবে বিডি এক্সপ্রেস।

বিডি এক্সপ্রেস একটি শক্তিশালী অ্যালগরিদমসম্পন্ন নিউজ এগ্রেগেটর, যা কন্টেন্ট সংগ্রহের চিরাচরিত পথকে পরিবর্তন করে। এটি বিগ ডাটা নিখুঁতভাবে নিউজ পুশিং এবং পাঠককে সঠিক সংবাদ দিতে সক্ষম। আর এভাবেই প্রত্যেক ব্যবহারকারীর দৈনন্দিন তথ্য গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করবে এটি।

ইউসি ব্রাউজার ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হওয়ার মাধ্যমে বিডি এক্সপ্রেস বাংলাদেশের প্রায় ১৬ লাখ ব্যবহারকারীকে আকৃষ্ট করেছে। বিডি এক্সপ্রেস রাজনীতি, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, লেটেস্ট ট্রেন্ডসহ বিভিন্ন ধরনের জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ পরিবেশন

বাজারে আসার আট মিনিটে ৯০ হাজার ফোন বিক্রি!

স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান শাওমি একের পর এক স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। অপেক্ষাকৃত কম দামে ভালো মানের এসব স্মার্টফোন মুক্তির পর পরই দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। সেই জনপ্রিয়তা কেমন সেটা এবার টের পাওয়া গেল ভারতের বাজারে।

গত ৯ আগস্ট মঙ্গলবার ভারতে অনলাইনে বিক্রির জন্য শাওমির নতুন স্মার্টফোন ‘রেডমি ৩এস প্রাইম’ ছাড়া হয়। অনলাইনে ছাড়ার মাত্র আট মিনিটের মধ্যেই সব অর্থ্যাৎ ৯০ হাজার ফোন বিক্রি হয়ে যায় এই মডেলের। এ খবর জানিয়েছে ফোন বিষয়ক ওয়েবসাইট জিএসএম এরিনা ও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

শাওমির ওয়েবসাইট মি ডটকম ও ভারতীয় ইকমার্স সাইট ফ্লিপকার্ট- এ বিক্রির জন্য ছাড়া

ঝুঁকির মুখে বি‌শ্বের ৯০ কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন

আপনার নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কি কোয়ালকম প্রসেসর রয়েছে? তাহলে আপনার চিন্তার কারণ রয়েছে! কারণ, একটি সফটওয়্যার কোম্পা‌নির দাবি, এই মুহূর্তে বিশ্বের প্রায় ৯০ কোটি কোয়ালকম প্রসেসর যুক্ত স্মার্টফোন ‘হাই-রিস্কি’ অবস্থায় রয়েছে।

যে সমস্ত ডিভাইস কোয়ালকম প্রসেসরে চলে সেখানে Quadrooter নাম এক নয়া সমস্যা তৈরি হয়েছে। এই Quadrooter কোয়ালকম প্রসেসর যুক্ত ফোনগুলিতে অন্তত চার রকম বিপদের মুখে ফেলে দিচ্ছে। এই সমস্যায় আক্রান্ত হলে যে কোনও মামুলি হ্যাকার আপনার ফোনের ইন্টারনাল ডেটার দখল নিতে পারে। প্রয়োজন হবে না কোনও অনুমতিরও।
চেক পয়েন্ট নামের ওই কোম্পা‌নির

স্মার্টফোনের ব্যাটারী টেকসই রাখার ৬ উপায়

এ্যানড্র‌য়েড স্মার্টফোন এখন প্রত্যেকের হাতে হাতে। এসব ফো‌নের বাহা‌রি ফিচার আর ব্যবহার নিত্য‌নৈম‌ত্তিক ব্যাপার হ‌য়ে দাঁড়িয়ে‌ছে। কিন্তু সব স্মার্টফোনে একটাই বড় সমস্যা- ব্যাটারি! ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তাড়াতাড়ি। ব্যাটারি খারাপও হয় তাড়াতাড়ি। তবে নি‌চের ৬টা উপায় মেনে চললে যে কোন স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব।

১) ব্যাটারি কখনোই ১০০% চার্জ করা উচিত নয়। কারণ ৮০% চার্জ হওয়ার পরই ব্যাটারির 'সোয়েটিং পিরিয়ড' শুরু হয়। তাই একটু কম চার্জ করা ব্যাটারির জন্য ভালো।

২) ১০% চার্জ নেমে গেলে ফোন ব্যবহার করা উচিত নয়। যত কম চার্জে ফোন ব্যবহৃত হ‌বে, তত বেশি ব্যাটারির উপর চাপ পড়বে। তাই ব্যাটারি ক্ষমতা ১০% নেমে গেলেই তৎক্ষণাৎ চার্জ দেওয়া উচিত।

৩) বাইরের উত্তাপ ফোনে যত কম লাগে, তত ভালো। কারণ ফোন যত গরম হয়ে ওঠে, ততই ব্যাটারির ক্ষমতা কমে। তাই ফোন হাতে না রেখে ব্যাগের ভিতর রাখা ভালো।

৪) পাওয়ার ব্যাঙ্ক, অ‌টো চার্জার, অন্য ফো‌নের চার্জার দিয়ে বেশি চার্জ দিলেও ব্যাটারির ক্ষতি হয়।

৫) চার্জে থাকা অবস্থায় কাজ করলে ফোন গরম হয়ে ওঠে। এতে ব্যাটারির খুব ক্ষতি হয়। কোনও কেসের মধ্যে রেখে চার্জ দিলেও ব্যাটারি গরম হয়ে ওঠে।

৬) ব্যাটা‌রি ওভার চার্জিং করা উচিত নয়। এর ফলে ফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি হয়।

^
^
ফো‌নের ব্যাটারী, স্মার্টফোনের ব্যাটারী ভালো রাখার টিপস, ব্যাটা‌রি দীর্ঘস্থায়ী করার উপায়

স্মার্টফোন ক্যামেরার ৫টি অসাধারণ ব্যবহার জেনে নিন

অধিকাংশ স্মার্টফোনের সঙ্গেই মোটামুটি কাজ করার উপযোগী একটি ক্যামেরা থাকে। আর এ ক্যামেরাটি ব্যবহার করে শুধু ছবি তোলা নয়, আরও বেশ কিছু কাজ করা যায়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু কাজের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

১. স্ক্যান ডকুমেন্টস
আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যানারের কাজও করা যায়। এতে খুব ভালোমানের স্ক্যান না হলেও পোর্টেবল স্ক্যানারের কাজ চলবে। এক্ষেত্রে আপনি সে স্ক্যানার দিয়ে কনট্র্যাকস, ডকুমেন্টস, রিসিট, বিজনেস কার্ড ইত্যাদি স্ক্যান করে কাজে লাগাতে পারবেন। এজন্য বেশ কিছু অ্যাপ রয়েছে যা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা ডাউনলোড করতে

পাব‌লিক প্লে‌স'এ স্মার্ট‌ফোন চার্জ দেয়ায় সতর্ক হোন

পাবলিক ওয়াই-ফাই স্পটে মোবাইল ফোন সংযুক্ত করলে হ্যাকিংয়ে আশঙ্কার কথা কম বে‌শি সবার জানা কথা। কিন্তু নতুন কথা হ‌চ্ছে, বিশেষজ্ঞরা বলছেন, অপরিচিত কোনো স্থানে মোবাইল চার্জ দিলেও হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে। বিমানবন্দর, ক্যাফে বা কোনো জনবহুল স্থানে ডিভাইসে ইউএসবি চার্জার দিয়ে চার্জ দিলে কয়েক মিনিটের মধ্যেই স্মার্টফোন হ্যাক হয়ে যেতে পারে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের গবেষকেরা বলছেন, দুর্বৃত্তরা ভাইরাস কিংবা থার্ড পার্টির অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখতে পারে, যা কম্পিউটার থেকে ইউএসবি কেবলের মাধ্যমে স্মার্টফোনে চলে যায়। মাত্র তিন মিনিটেই ওই স্মার্টফোন হ্যাক করা হয়ে যেতে পারে।

গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন, আইওএস ও অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মেই চার্জিং অবস্থায় ডিভাইসের নাম, নির্মাতা, সিরিয়াল নম্বরসহ অনেক ফাইল চুরি করা যায়।

২০১৪ সালে গবেষকেরা ইউএসবি চার্জার হ্যাকিংয়ের বিষয়টি সম্পর্কে জানালেও প্রমাণ করতে পারেননি। তবে এবারে ক্যাসপারস্কির গবেষকেরা তা করে দেখিয়েছেন।

ক্যাসপারস্কি ল্যাবের গবেষক অ্যালেক্সি কোমারোভ বলেন, নিরাপত্তা ঝুঁকি আছেই। যদি নিয়মিত ব্যবহারকারী হন, তবে ডিভাইস আইডি ধরে ওই ফোনে অ্যাড্রওয়্যার কিংবা র‍্যানসমওয়্যার ভাইরাস ঢোকানো হতে পারে। তবে দুর্বৃত্ত যদি বড় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, তবে বড় পেশাদার হ্যাকারদের কবলে পড়ার আশঙ্কা অমূলক নয়।

ক্যাসপারস্কির গবেষকেরা বলেন, এ ধরনের হ্যাকিং শেখার জন্য ভালো দক্ষতা থাকতে হয়। ইন্টারনেট ঘেঁটেও অনেক দুর্বৃত্ত এটা করে ফেলতে পারে।

এ সমস্যা থে‌কে যেভাবে রক্ষা পাবেন :

১. অপরিচিত কম্পিউটারের সঙ্গে ইউএসবি লাগিয়ে চার্জ দেবেন না।
২. মোবাইলে পাসওয়ার্ড ব্যবহার করুন। ফিঙ্গারপ্রিন্ট থাকলে তা ব্যবহার করুন। চার্জ দেওয়ার সময় আনলক করবেন না।
৩. যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজিং অ্যাপ ব্যবহার করুন।
৪. অ্যান্টিভাইরাস বিরক্তিকর হলেও এ ক্ষেত্রে কাজে লাগতে পারে।
৫. মোবাইল অপারেটিং সিস্টেম হালনাগাদ রাখুন।

@টেলিগ্রাফ