আউটসোর্সিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনার সাথে থাকছে.. গুরুত্বপূর্ণ সফট্ওয়্যার, অনলাইন জগতের বিশেষ খবর, অতিপ্রয়োজনীয় টিপস & ট্রিকস- সহ আরও কিছু আপডেট তথ্য, যা আপনার অনলাইন জীবনকে সমৃদ্ধশালী করতে সহায়ক হবে- উন্মুক্ত ‘সংগ্রহশালা’
১১ টাকায় স্মার্টফোন এবার বাংলাদেশে!
স্মার্টফোনের গোপন কোডগুলোর কাজ জেনে রাখুন
পাওয়ার ব্যাংক সম্পর্কে জরুরি তথ্যগুলো জানেন কি?
গুগলের বেস্ট অ্যান্ড্রয়েড অ্যাপস

মোবাইল নম্বর গোপন রেখে কল করুন সহজেই
আইফোন ৭: নতুন নতুন ফিচারসহ আগমন

ইউসি ব্রাউজার বাংলাদেশে নিয়ে এলো বিডি এক্সপ্রেস

বাজারে আসার আট মিনিটে ৯০ হাজার ফোন বিক্রি!
ঝুঁকির মুখে বিশ্বের ৯০ কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন

স্মার্টফোনের ব্যাটারী টেকসই রাখার ৬ উপায়
এ্যানড্রয়েড স্মার্টফোন এখন প্রত্যেকের হাতে হাতে। এসব ফোনের বাহারি ফিচার আর ব্যবহার নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সব স্মার্টফোনে একটাই বড় সমস্যা- ব্যাটারি! ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তাড়াতাড়ি। ব্যাটারি খারাপও হয় তাড়াতাড়ি। তবে নিচের ৬টা উপায় মেনে চললে যে কোন স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব।
১) ব্যাটারি কখনোই ১০০% চার্জ করা উচিত নয়। কারণ ৮০% চার্জ হওয়ার পরই ব্যাটারির 'সোয়েটিং পিরিয়ড' শুরু হয়। তাই একটু কম চার্জ করা ব্যাটারির জন্য ভালো।
২) ১০% চার্জ নেমে গেলে ফোন ব্যবহার করা উচিত নয়। যত কম চার্জে ফোন ব্যবহৃত হবে, তত বেশি ব্যাটারির উপর চাপ পড়বে। তাই ব্যাটারি ক্ষমতা ১০% নেমে গেলেই তৎক্ষণাৎ চার্জ দেওয়া উচিত।
৩) বাইরের উত্তাপ ফোনে যত কম লাগে, তত ভালো। কারণ ফোন যত গরম হয়ে ওঠে, ততই ব্যাটারির ক্ষমতা কমে। তাই ফোন হাতে না রেখে ব্যাগের ভিতর রাখা ভালো।
৪) পাওয়ার ব্যাঙ্ক, অটো চার্জার, অন্য ফোনের চার্জার দিয়ে বেশি চার্জ দিলেও ব্যাটারির ক্ষতি হয়।
৫) চার্জে থাকা অবস্থায় কাজ করলে ফোন গরম হয়ে ওঠে। এতে ব্যাটারির খুব ক্ষতি হয়। কোনও কেসের মধ্যে রেখে চার্জ দিলেও ব্যাটারি গরম হয়ে ওঠে।
৬) ব্যাটারি ওভার চার্জিং করা উচিত নয়। এর ফলে ফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি হয়।
^
^
ফোনের ব্যাটারী, স্মার্টফোনের ব্যাটারী ভালো রাখার টিপস, ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায়
স্মার্টফোন ক্যামেরার ৫টি অসাধারণ ব্যবহার জেনে নিন

আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যানারের কাজও করা যায়। এতে খুব ভালোমানের স্ক্যান না হলেও পোর্টেবল স্ক্যানারের কাজ চলবে। এক্ষেত্রে আপনি সে স্ক্যানার দিয়ে কনট্র্যাকস, ডকুমেন্টস, রিসিট, বিজনেস কার্ড ইত্যাদি স্ক্যান করে কাজে লাগাতে পারবেন। এজন্য বেশ কিছু অ্যাপ রয়েছে যা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা ডাউনলোড করতে
পাবলিক প্লেস'এ স্মার্টফোন চার্জ দেয়ায় সতর্ক হোন
পাবলিক ওয়াই-ফাই স্পটে মোবাইল ফোন সংযুক্ত করলে হ্যাকিংয়ে আশঙ্কার কথা কম বেশি সবার জানা কথা। কিন্তু নতুন কথা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন, অপরিচিত কোনো স্থানে মোবাইল চার্জ দিলেও হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে। বিমানবন্দর, ক্যাফে বা কোনো জনবহুল স্থানে ডিভাইসে ইউএসবি চার্জার দিয়ে চার্জ দিলে কয়েক মিনিটের মধ্যেই স্মার্টফোন হ্যাক হয়ে যেতে পারে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের গবেষকেরা বলছেন, দুর্বৃত্তরা ভাইরাস কিংবা থার্ড পার্টির অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখতে পারে, যা কম্পিউটার থেকে ইউএসবি কেবলের মাধ্যমে স্মার্টফোনে চলে যায়। মাত্র তিন মিনিটেই ওই স্মার্টফোন হ্যাক করা হয়ে যেতে পারে।
গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন, আইওএস ও অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মেই চার্জিং অবস্থায় ডিভাইসের নাম, নির্মাতা, সিরিয়াল নম্বরসহ অনেক ফাইল চুরি করা যায়।
২০১৪ সালে গবেষকেরা ইউএসবি চার্জার হ্যাকিংয়ের বিষয়টি সম্পর্কে জানালেও প্রমাণ করতে পারেননি। তবে এবারে ক্যাসপারস্কির গবেষকেরা তা করে দেখিয়েছেন।
ক্যাসপারস্কি ল্যাবের গবেষক অ্যালেক্সি কোমারোভ বলেন, নিরাপত্তা ঝুঁকি আছেই। যদি নিয়মিত ব্যবহারকারী হন, তবে ডিভাইস আইডি ধরে ওই ফোনে অ্যাড্রওয়্যার কিংবা র্যানসমওয়্যার ভাইরাস ঢোকানো হতে পারে। তবে দুর্বৃত্ত যদি বড় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, তবে বড় পেশাদার হ্যাকারদের কবলে পড়ার আশঙ্কা অমূলক নয়।
ক্যাসপারস্কির গবেষকেরা বলেন, এ ধরনের হ্যাকিং শেখার জন্য ভালো দক্ষতা থাকতে হয়। ইন্টারনেট ঘেঁটেও অনেক দুর্বৃত্ত এটা করে ফেলতে পারে।
এ সমস্যা থেকে যেভাবে রক্ষা পাবেন :
১. অপরিচিত কম্পিউটারের সঙ্গে ইউএসবি লাগিয়ে চার্জ দেবেন না।
২. মোবাইলে পাসওয়ার্ড ব্যবহার করুন। ফিঙ্গারপ্রিন্ট থাকলে তা ব্যবহার করুন। চার্জ দেওয়ার সময় আনলক করবেন না।
৩. যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজিং অ্যাপ ব্যবহার করুন।
৪. অ্যান্টিভাইরাস বিরক্তিকর হলেও এ ক্ষেত্রে কাজে লাগতে পারে।
৫. মোবাইল অপারেটিং সিস্টেম হালনাগাদ রাখুন।
@টেলিগ্রাফ