স্মার্টফোনের ব্যাটারী টেকসই রাখার ৬ উপায়

এ্যানড্র‌য়েড স্মার্টফোন এখন প্রত্যেকের হাতে হাতে। এসব ফো‌নের বাহা‌রি ফিচার আর ব্যবহার নিত্য‌নৈম‌ত্তিক ব্যাপার হ‌য়ে দাঁড়িয়ে‌ছে। কিন্তু সব স্মার্টফোনে একটাই বড় সমস্যা- ব্যাটারি! ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তাড়াতাড়ি। ব্যাটারি খারাপও হয় তাড়াতাড়ি। তবে নি‌চের ৬টা উপায় মেনে চললে যে কোন স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব।

১) ব্যাটারি কখনোই ১০০% চার্জ করা উচিত নয়। কারণ ৮০% চার্জ হওয়ার পরই ব্যাটারির 'সোয়েটিং পিরিয়ড' শুরু হয়। তাই একটু কম চার্জ করা ব্যাটারির জন্য ভালো।

২) ১০% চার্জ নেমে গেলে ফোন ব্যবহার করা উচিত নয়। যত কম চার্জে ফোন ব্যবহৃত হ‌বে, তত বেশি ব্যাটারির উপর চাপ পড়বে। তাই ব্যাটারি ক্ষমতা ১০% নেমে গেলেই তৎক্ষণাৎ চার্জ দেওয়া উচিত।

৩) বাইরের উত্তাপ ফোনে যত কম লাগে, তত ভালো। কারণ ফোন যত গরম হয়ে ওঠে, ততই ব্যাটারির ক্ষমতা কমে। তাই ফোন হাতে না রেখে ব্যাগের ভিতর রাখা ভালো।

৪) পাওয়ার ব্যাঙ্ক, অ‌টো চার্জার, অন্য ফো‌নের চার্জার দিয়ে বেশি চার্জ দিলেও ব্যাটারির ক্ষতি হয়।

৫) চার্জে থাকা অবস্থায় কাজ করলে ফোন গরম হয়ে ওঠে। এতে ব্যাটারির খুব ক্ষতি হয়। কোনও কেসের মধ্যে রেখে চার্জ দিলেও ব্যাটারি গরম হয়ে ওঠে।

৬) ব্যাটা‌রি ওভার চার্জিং করা উচিত নয়। এর ফলে ফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি হয়।

^
^
ফো‌নের ব্যাটারী, স্মার্টফোনের ব্যাটারী ভালো রাখার টিপস, ব্যাটা‌রি দীর্ঘস্থায়ী করার উপায়

1 comment:

  1. অনেক উপকারি।চালিয়ে যাও। Techkotha

    ReplyDelete