বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি

বিভিন্ন বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। রাজস্ব খাতভুক্ত ২৯ ধরনের পদে অস্থায়ী ভিত্তিতে ২৫০ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে কেবল বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদসমূহ
ধর্মীয় শিক্ষক পদে একজন পুরুষ, কম্পিউটার অপারেটর ছয়জন পুরুষ ও মহিলা, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে ৩১ জন পুরুষ, অফিস করণিক পদে ২৫ জন পুরুষ ও মহিলা, মিডওয়াইফ পদে চারজন মহিলা, ফায়ার ফাইটার তিনজন পুরুষ, বেলুন মেকার চারজন পুরুষ, ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক) ছয়জন পুরুষ, ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার) পদে পাঁচজন
পুরুষ, ট্রেডসম্যান (পেইন্টার) পদে তিনজন পুরুষ, ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক) পদে তিনজন পুরুষ, ট্রেডসম্যান (ইঞ্জিন মেকানিক) পদে দুজন পুরুষ, ট্রেডসম্যান (জেনারেল মেকানিক) পদে দুজন পুরুষ, ট্রেডসম্যান (কার্পেন্টার) পদে চারজন পুরুষ, দাই পদে একজন মহিলা, অফিস সহায়ক ২৫ জন পুরুষ ও মহিলা, লস্কর পদে ৩২ জন পুরুষ, পরিচ্ছন্নতাকর্মী ২১ জন পুরুষ ও মহিলা, মালী পদে পাঁচজন পুরুষ, ওয়াচম্যান পদে আটজন পুরুষ, মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার হিসেবে ১০ জন পুরুষ, লস্কর এয়ারক্রাফট পদে তিনজন পুরুষ, লস্কর ফায়ার ফাইটার পদে তিনজন পুরুষ, লস্কর এন্টিম্যালেরিয়া পদে চারজন পুরুষ, লস্কর বার্ড শ্যুটার পদে ১০ জন পুরুষ, আয়া দুজন মহিলা, বাবুর্চি ১৮ জন পুরুষ এবং ওয়াশার আপ পদে পাঁচজন পুরুষকেসহ সর্বমোট ২৫০ জন পুরুষ ও মহিলা প্রার্থীদের এই পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের পদমর্যাদা অনুযায়ী অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।

বয়স
আবেদনকারীর বয়স ২০ ফেব্রুয়ারি, ২০১৭ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তান) ও প্রতিবন্ধী কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন
নিয়োগপ্রাপ্তদের পদমর্যাদা অনুযায়ী আট হাজার ২৫০ থেকে ৩৩ হাজার ৯৭০ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে বিমানবাহিনীর ওয়েবসাইটে www.baf.mil.bd
বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে যথাযথ নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা ‘পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিমানবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬’। 
আবেদন পাঠানো যাবে ২০ মার্চ, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন দৈনিক কালের কণ্ঠে ২২ ফেব্রুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে :
 বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি-নিয়োগ





@বিমানবাহিনীতে নিয়োগ, Bangladesh Air Force job circular, বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি-নিয়োগ, biman bahini job,

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ৪৮৪৩ জন নিয়োগ হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি বাড়ি একটি খামার (তৃতীয় সংশোধিত) প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাত ধরনের পদে চার হাজার ৮৪৩ জনকে এই অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা জেলার প্রার্থীরাই কেবল আবেদন করার সুযোগ পাবেন।

পদসমূহ
সহকারী প্রকল্প পরিচালক পদে পাঁচজন, জেলা সমন্বয়কারী ৬৪ জন, উপজেলা সমন্বয়কারী ১৮ জন, ফিল্ড সুপারভাইজার ১১৯ জন, কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী পদে ২৯ জন, মাঠ সহকারী পদে চার হাজার ৬০৩ জন এবং নৈশপ্রহরী পদে পাঁচজনসহ মোট চার হাজার ৮৪৩ জনকে এই নিয়োগ দেওয়া

বিবাহবার্ষিকী, জন্ম‌দিন পালন করা কি জায়েজ?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. আবু বকর মোহাম্মদ জাকারিয়া ।
আপনার জিজ্ঞাসার ১৯৩৭তম পর্বে জন্মদিন বা বিবাহবার্ষিকী পালন করা ইসলামে জায়েজ কি না, সে সম্পর্কে জাপান থেকে ই-মেইলে জানতে চেয়েছেন ইকবাল মাহ্মুদ। 

গর্ভাবস্থায় যেসব খাওয়া এড়ি‌য়ে চল‌বেন

গর্ভাবস্থায় স‌চেতনতা ও সতর্কতা অত্যন্ত জরু‌রি এক‌টি বিষয়। গর্ভবতী নারীর খাবারের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয়। যে খাবারগুলো খেলে গর্ভপাত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেসব খাবার এড়িয়েই চলা উচিত। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু খাবারের কথা।

ভিটামিন ডি দে‌হের কি কি কাজে লাগে

সুস্বাস্থ্যের জন্য ভিটামিন ডি জরুরি একটি পুষ্টি উপাদান বা ভিটামিন। সূর্যের সংস্পর্শে ও সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে দেহে এর সঠিক মাত্রা বজায় রাখা খুব জরুরি। আবার খাদ্যে ভিটামিন ডি'র অপ্রতুলতা এবং সূর্যরস্মির অভাবে অনেকের শরীরেই ভিটামিন ডির ঘাটতি হয়। ফ‌লে মানব দে‌হে দেখা দেয় নানান জটিলতা।
বিজ্ঞানীদের মতে, মানব শরীরে ভিটামিন ডি (D)-এর অনেক গুরুত্ব রয়েছে। যেমন: হাড়ের স্বাস্থ্য রক্ষায়, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে, হৃদরোগের ঝুঁকি কমাতে ইত্যাদি ক্ষেত্রে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ। এসব ছাড়াও ভিটামিন ডি শরীরে আরও যেসব কাজে লাগে, সেগুলোর কথা জানানো হলো।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্র‌শ্নোত্তর

বি‌ভিন্ন স্কুল, ক‌লেজ ও চাক‌রির প‌রীক্ষায় প্রায়ই তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি (ICT- Information and Communication Technology) বিষ‌য়ে প্রশ্ন থা‌কেই। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি ‌কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রতারণার দা‌য়ে গ্রামীণফোন ও রবিকে জরিমানা

গ্রাহকের সঙ্গে প্রতারণার দায়ে মুঠোফোন অপারেটর গ্রামীণফোনকে আড়াই লাখ টাকা ও রবি আজিয়াটাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি)। আবদুল্লাহ শিবলী সাদিক ও মো. রুবেল মিয়া নামের দুই গ্রাহকের অভিযোগের পর শুনানি শেষে সম্প্রতি অপারেটর দুটিকে এ জরিমানা করেন সংস্থাটির উপপরিচালক শাহীন আরা মমতাজ।

হার্ট অ্যাটাক বা হৃদরোগ বনাম নারী-পুরুষ ও শিশু

হৃদ‌রোগ বা হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিক বিভিন্ন সমস্যা হতে পারে। তবে না ঘাবড়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কোনো অস্বাভাবিক লক্ষণ যদি প্রকাশ পায়, তাহলে একে অবজ্ঞা করা উচিত নয়।
একটা শিশু যদি বলে আমার বুকে ব্যথা হচ্ছে, অনেক রোগী কিন্তু বলে আমরা বুক ব্যথা বা বুক ধড়ফড় করছে, মা যদি পর্যবেক্ষণ করে একটি শিশুর যেভাবে দুধ টেনে টেনে খাওয়ার কথা সে খাচ্ছে না; তার মনে হচ্ছে একটু শ্বাসকষ্ট হচ্ছে, একে পরীক্ষা করা উচিত। একটি তরুণ বা যুবক যদি বলে আমার বুক ধড়ফড় হয় বা বুক ব্যথা হয়, তাহলে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এগুলোকে ডাক্তাররা একটু পর্যবেক্ষণ করলে ভালো হয়। অনেক কার্ডিওলজিস্ট আছে, তা‌দের এগুলো দেখানো উচিত।

গুগলে সার্চ করার কার্যকরী কৌশল

সুনির্দিষ্ট শব্দমালাঃ
দুটি বা এর বেশি শব্দে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করুন। যেমন “technology history”

শব্দ বিয়োগঃ
আপনি হয়তো একটি বিষয়ে গবেষণা করছেন, কিন্তু কোনো একটা বিশেষ অংশ বাদ দিতে চান। সে ক্ষেত্রে বিয়োগ চিহ্নের (-) ব্যবহার হলো সমাধান। যেমন technolgy history -calculator

নির্দিষ্ট ওয়েবসাইটে খোঁজঃ
কোনো বিষয় নির্দিষ্ট একটি ওয়েবসাইটে খুঁজতে চাইছেন। কিন্তু ওই সাইটে সার্চ সুবিধা নেই, সে ক্ষেত্রে লিখুন এভাবে “technolgy column”

যে ১০ রো‌গের নিরাময় অসম্ভব !

বিজ্ঞান ও প্রযু‌ক্তির ব‌দৌল‌তে প্রতিদিনই এগিয়ে চলেছে চিকিৎসা বিজ্ঞান। পৃ‌থিবী থে‌কে অ‌নেক দূরা‌রোগ্য ব্যা‌ধি নির্মূল করা সম্ভব হ‌য়ে‌ছে উন্নত চি‌কিৎসা ব্যবস্থার মাধ্য‌মে। সব ধরনের রোগের আরো কার্যকর চিকিৎসা ব্যবস্থাও বের করার চেষ্টা করছেন গবেষকরা।
ত‌বে সর্বাধুনিক চিকিৎসার এই যুগেও এমন অনেক রোগ রয়েছে, যাদের নিরাময় পুরোপুরি বের করা সম্ভব হয়‌নি। এগুলো সবই মারাত্মক ও মরণঘাতী রোগ। আবার এমন মারাত্মক সব রোগ রয়েছে যা পুরোপুরি পৃথিবী থেকে দূর করা হয়েছে। 

খালি পেটে যে খাবার কখ‌নোই খাবেন না

ক্ষুধার্ত পেটে পৃথিবী যতই গদ্যের মতো হোক৷ পূর্নিমার চাঁদকে ঝলসানো রুটির মতো যতই দেখতে লাগুক৷ সামনে যা পাবেন, তাই যদি খেয়ে বসেন তাহলেই বিপত্তি৷ এক্ষেত্রে জ্ঞানীগুণীদের কথা মেনে চলতেই পারেন৷ কারণ স্বাস্থ্য যেমনই হোক, সুস্থ্য থাকার জন্য আপনি খালি পেটে এই জিনিসগুলি না খেয়েই থাকতে পারেন৷

টিএমএসএস-এ ১১৯৫ কর্মী নিয়োগ হ‌বে

১১৯৫ জন কর্মী চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। প্রতিষ্ঠানটিতে কাজ করতে আগ্রহীরা আবেদন পাঠাতে পারবেন ২৮ জানুয়ারি পর্যন্ত।

কোন পদে কতজন
টিএমএসএসের ওয়েবসাইট ও প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সহকারী পরিচালক (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-মাইক্রোফাইন্যান্স) পদে ৫ জন, জোনাল ম্যানেজার (মনিটরিং মাইক্রোফিন্যান্স), আইটি অফিসার, আঞ্চলিক ব্যবস্থাপক (মনিটরিং, মাইক্রোফিন্যান্স), আঞ্চলিক ব্যবস্থাপক (ইসলামিক মাইক্রোফিন্যান্স), অফিসার (মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন) এবং শাখা ব্যবস্থাপক (ইসলামিক মাইক্রোফিন্যান্স) প্রতিটি পদে নেওয়া হবে ২০ জন করে।

ওষুধকে হালকাভাবে নেবেন না

এমন কিছু ওষুধ আছে, দৈনন্দিন জীবনে যেগুলোর ব্যবহার ব্যাপক হলেও তুলনামূলকভাবে নিরাপদ। এসব ওষুধ কিনতে প্রেসক্রিপশনের দরকার হয় না। এসব ওষুধকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) ড্রাগ বলা হয়। প্যারাসিটামল, এন্টাসিড, ভিটামিন, অ্যান্টিহিস্টামিন, অ্যাসপিরিন জাতীয় ওষুধ এই শ্রেণিভুক্ত। 

উন্নত বিশ্বে ওষুধ ক্রয়-বিক্রয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। কেউ ওষুধের দোকান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ কিনতে পারে না। আমাদের দেশে ওষুধ ক্রয়-বিক্রয়ে কোনো নিয়ন্ত্রণ নেই। এ কারণে মানুষ প্রেসক্রিপশন ছাড়াই যেকোনো পরিমাণে সব রকম ওষুধ কিনতে পারে।

ওষুধনীতি ২০১৬-তে ওষুধ ক্রয়-বিক্রয়ে

রক্ত শোধনে যেসব খাবার খুবই উপকারী

সু-স্বা‌স্থ্যের অ‌ধিকারী মানুষের দেহ স্বয়ংক্রিয় ভাবেই রক্ত পরিশোধন করতে পারে। তবে বর্তমানে পরিবেশ ও খাবারে যে পরিমাণ বিষাক্ত পদার্থ থাকে, তাতে সব সময় দেহ আর কুলিয়ে উঠতে পারে না। বাতাস, খাদ্য, কসমেটিকস কিসে নেই বিষাক্ত পদার্থ? এত বিষাক্ত পদার্থের বোঝা শরীরের একার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। এ জন্য বিভিন্ন ধরনের রোগবালাই হতে থাকে। বি‌শেষ ক‌রে চর্ম‌রোগ, জ্বর ও স্ব‌র্দি অন্যতম।
কিছু খাবার রয়েছে, যেগুলো দেহ‌কে পরিশোধিত করতে সাহায্য করে। ধূমপান করা ও জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস বাদ দিয়ে, খাদ্য তালিকায় এসব খাবার রাখলে দেহের রক্ত শোধনে অনেক উপকার পাওয়া যায়।

সি‌ভি লেখায় যেসব ভুল বর্জনীয়

চাক‌রি পে‌তে নি‌র্ভেজাল সি‌ভি হ‌চ্ছে একমাত্র প্রাথ‌মিক ভরসা। চাকরির জন্য সিভি বা জীবনবৃত্তান্ত লেখার সময়, কিছু সাধারণ ভুলের কারণে তা বাতিল হয়ে যেতে পারে। তাই ভুলগুলো যেন না হয় সে জন্য মনোযোগী হতে হবে।
এ লেখায় পাচ্ছেন জীবন বৃত্তান্তের কিছু সাধারণ ভুল, যা চাক‌রি প্রত্যাশীদের এড়িয়ে চলা উচিত।

ডিমের পুষ্টি উপাদান ও বৈজ্ঞা‌নিক মত

কিছু পুষ্টিবিজ্ঞানী মনে করেন ডিম স্বাস্থের জন্য ভালো আবার কিছু পুষ্টিবিজ্ঞানী মনে করেন ডিম স্বাস্থের জন্য ক্ষতিকর।
অনেকেই বলে থাকেন যে ডিমে কী পরিমাণ পুষ্টি আছে? আমেরিকান হার্ট সংস্থা এক গবেষণায় বলেছেন যে, একজন মানুষের শরীরে গড়ে প্রতিদিন প্রায় ৩০০ মিলিগ্রাম কোলেস্টেরল প্রয়োজন।

বাংলা‌লিংক নতুন সি‌মে ৩ জি‌বি ও ২০০ মি‌নিট অফার

সম্মা‌নিত গ্রাহকগ‌ণের জন্য বাংলা‌লিংক স্টার্ট-আপ এন্ড বান্ডেল অফার !
বাংলা‌লিংক নতুন সিম কিন‌লেই পা‌চ্ছেন_
৩ জিবি ইন্টার‌নেট
অথবা
২০০ মিনিট টকটাইম

বাংলা‌লিংক স্টার্ট-আপ অফার ফেব্রুয়ারী ২০১ -
বাংলা‌লিংক প্রেমী‌দের জন্য আছে সুখবর! এখনই বাংলালিংক -এর নতুন সংযোগ নিন এবং আকর্ষণীয় সব সুবিধা উপভোগ করুন। বাংলা‌লিংক নতুন সংযোগে মাত্র ৳৪৪ বা ৳৪৮ রিচার্জ করলেই ৩ জি‌বি ইন্টারনেট অথবা ২০০ মিনিট বোনাস এবং অন্যান্য আকর্ষণীয় কলরেট উপভোগ করতে পারবেন।

বাংলা‌লিংক ইন্টা‌রনেট প্যা‌কে ১০০% বোনাস

বাংলা‌লিংক গ্রাহকগণ উপভোগ করুন ১০০% ইন্টার‌নেট বোনাস !

উপভোগ করুন বাংলা‌লিংক ১০০% বোনাস অফারঃ
বাংলা‌লিংক গ্রাহকগণ ইন্টার‌নে‌টের যেকোন প্যাক কিনলেই সাবস্ক্রাইবার পাচ্ছেন ১০০% বোনাস। এই বোনাস ইন্টারনেট রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা এই বোনাস উপভোগ করতে পারবেন।
পরিমাণ ও মেয়াদ জানতে ডায়াল

গ্যাস্ট্রিক সমস্যা প্রতিকারের উপায়

বর্তমা‌নে গ্যা‌স্ট্রিক সমস্যা প্রকট আকার ধারণ ক‌রে‌ছে। গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিকারে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নয়তো রোগ জটিল পর্যায়ে যেতে পারে। এ নিয়ে এনটিভির ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠা‌নে কথা বলেছেন ডা. আফসানা বেগম। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

শিশুদের সুজি, চি‌নি ও চা‌লের গুড়া খাওয়ানো কি ভালো?

অনেক মা বাচ্চাকে সুজি খাওয়াতে পছন্দ করেন। কেউ বা চালের গুঁড়া কিংবা চিনির সঙ্গে সুজি দিয়ে থাকেন। এই খাবার বাচ্চার জন্য মোটেও ভালো নয়। চলুন দেখা যাক, এই খাবারটিতে কী আছে ?

বস্তুত সুজি , চালের গুঁড়া ও চিনি- এই তিনটিই শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কার্বোহাইড্রেট বেশি গ্রহণ করলে এবং প্রোটিন কম বা একেবারে গ্রহণ না করলে শরীরের ওনেকোটিক প্রেশার কমে যায়। কারণ, প্রোটিন শরীরের ওনেকোটিক প্রেশার বজায় রাখে। প্রোটিন কম খাওয়ার কারণে শরীরে

মে‌মো‌রি কার্ড বা পেনড্রাইভ ফরমাটের নিয়ম

প্রযু‌ক্তি দু‌নিয়ার গুরুত্বপূর্ণ ডিভাই‌সের নাম পেনড্রাইভ বা মে‌মো‌রি কার্ড। পেনড্রাই‌ভে ‌বি‌ভিন্ন প্র‌য়োজনীয় ফাইল ও ডকু‌মেন্ট থা‌কে। হটাৎ ক‌রে পেনড্রাই‌ভে সমস্যা হয়। এই সমস্যার ম‌ধ্যে অন্যতম হ‌লো, স্বাভাবিকভাবে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট হতে চায় না। ভাইরাস বা অন্য কোনো কারণে এমনটা হতে পারে। এ ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে ফরম্যাট করার চেষ্টা করেন। তবে কোনো সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট করা সম্ভব। এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কমান্ড প্রম্পট ব্যবহার করতে হয়।

কিছু কিনে প্রতারিত হলে কি কর‌বেন ?

টেলিভিশন ও বিভিন্ন গণমাধ্যমে চটকদার বিজ্ঞাপন দেখে পণ্যসামগ্রী কি‌নে হরহামেশাই প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা। শুধু তাই নয়, পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরামূল্য উল্লেখ থাকার পরও দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানভেদে একই পণ্য বিভিন্ন দামে বিক্রি হতে দেখা যায়। এভাবে নানাভাবে রোজ প্রতারিত হচ্ছেন দেশের সাধারণ ভোক্তারা।
বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রতারণার বিষয়টি বুঝতে পেরেও ঝামেলার কথা চিন্তা করে ভোক্তারা কারো কাছে কোন কিছুর অভিযোগ করে না। অনেক ভোক্তা তো জানেই না যে এসব নিয়ে কোথাও অভিযোগ করা যায়। আর এর ফলে পার পেয়ে যায় অসাধু ব্যবসায়ীরা।

ইউ‌টিউ‌বের দারুন কিছু অজানা অপশন

সাধারণম‌নে আমা‌দের জানা যে, ইউ‌টিউব মা‌নেই ভি‌ডিও দেখা ও আপলোড করা। কারণ, অনলাই‌নে যখন ভিডিও দেখা বা শেয়ারিং এর বিষয় আসে, তখন ইউটিউবই মানুষের প্রথম পছন্দ। লাখ লাখ মানুষ ইউটিউবের পেছনে প্রচুর সময় ব্যয় করেন। গুগলও এর দেখভাল করে চলেছে।
প্রতিনিয়ত কোনো না কোনো ফিচার এতে যোগ করা হচ্ছে আরো উন্নত সেবা দেওয়ার জন্য বা জন‌প্রিয়তা ধ‌রে রাখার জন্য। একে উপভোগ্যও করে তোলা হচ্ছে। আজ‌কে জেনে নিন, ইউটিউবের এমন কিছু দারুণ অপশনের কথা, যা আগে হয়তো দে‌খেন‌নি বা শোনেননি।

সফলতার জন্য যে ৭ অভ্যাস প‌রিত্যাজ্য

সফলতা অর্জন ব্য‌ক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবন‌কে সাফল্য ম‌ন্ডিত ক‌রে তো‌লে। তাই সফল হতে কে না চায়? কিন্তু কয়জন জীবনে সফলতা অর্জন করতে পারে? য‌দি আপ‌নি আপন-মন থে‌কে সফল হ‌তে চান, ত‌বে ভালো অভ্যাস আর পরিশ্রমই আপনাকে সফলতার দ্বারে পৌঁছাতে সাহায্য করবে। তাই আজ থেকে পরিশ্রম করা শুরু করুন এবং বদলে ফেলুন কিছু অভ্যাস। যে অভ্যাসগুলো আপনাকে সফল হতে দিচ্ছে না। নি‌ম্নোক্ত অভ্যাস আপনাকে অবশ্যই বদলাতে হবে।

যেসব খাবার একত্রে খাওয়া নি‌ষিদ্ধ

খাবারের স্বাদ বাড়ানোর জন্য প্র‌তি‌নিয়ত কয়েক ধরনের খাবার একত্রিত করে থাকি। কিন্তু কিছু খাবার আ‌ছে, যা একত্রে নয় বরং আলাদা করেই খাওয়া উ‌চিত।
শরীর সুস্থ্য ও সুন্দর রাখ‌তে এমন কিছু খাবার র‌য়ে‌ছে, যা একত্রিত ক‌রে খাওয়া থে‌কে বিরত থাক‌তে হ‌বে। নিরাপদ থাকার জন্য এবং খাবারের উপযুক্ত পুষ্টিগুণ গ্রহণ করতে নি‌ম্নোক্ত খাবারগুলোর মিশ্রণ এড়িয়ে চলা উচিত। 

উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন তালিকা

শরী‌রের উচ্চতা অনুযায়ী প্রতিটি মানুষের একটি আদর্শ ওজন থা‌কে। ওজন যদি এই আদর্শ মাত্রায় থাকে, অর্থাৎ এর চাইতে বেশি বা কম না হয়, তাহলে মানুষটি‌কে সুস্থ্য দেহের অধিকারী বলা যায় এবং তার রোগ হবার সম্ভাবনাও কম।
চি‌কিৎসা-বিজ্ঞান মতে, কোন মানুষের সঠিক ওজন নির্ণায়ক হল BMI (Body Mass Index)। BMI কি এবং এটা কিভাবে নির্ণয় করা হয়? কোন মানুষের ওজন কি.গ্রা. এবং উচ্চতা মিটারে নির্ণয় করার পর ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করলে যে ফলাফল আসবে তাই হল বিএমআই (BMI)। বিএমআই ১৮ থেকে ২৪-এর মধ্যে হলে স্বাভাবিক। ২৫ থেকে ৩০-এর মধ্যে হলে স্বাস্থ্যবান বা অল্প মোটা, ৩০ থেকে ৩৫-এর মধ্যে হলে বেশি মোটা। আর ৩৫-এর ওপরে হলে তাদেরকে  অসুস্থ পর্যায়ের মোটা বলা যেতে পারে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখন অনলাইনে

এখন থেকে ঘরে বসেই ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স’ Police Clearance (PC) সেবার মাধ্যমে বিভিন্ন প্রয়োজনে পুলিশের ছাড়পত্র নেয়া যাবে। এ জন্য আর থানায় থানায় ঘুরতে হবে না। বিভিন্ন দফতরে গিয়ে হয়রানির শিকার হতে হবে না।
সং‌শ্লিষ্ট‌দের দা‌বি, পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা চালুর উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সেবাপ্রত্যাশী জনগণের অর্থ ও সময় সাশ্রয় হবে।