অনেকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর একটু ভালো হয়ে গেলে কোর্স পূর্ণ না করেই খাওয়া ছেড়ে দেন। এতে রোগ ফিরে আসে এবং রোগের জটিলতা বাড়ে।
এ বিষয়ে এনটিভিতে কথা বলেছেন ডা. মুহাম্মদ রফিকুল আলম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি রোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যান্টিবায়োটিকের কোর্স পূর্ণ না করলে কী জটিলতা হয়?
উত্তর : এই কাজটি ঠিক নয়। আমরা আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের ছোট কোর্স পাঁচ দিন দেই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে তারা অনেক সময় তিন দিনের ছোট কোর্স দেয়। তবে আমাদের দেশে আমরা অন্তত পাঁচদিন দেই। সাতদিন বলি বেশির ভাগ ক্ষেত্রে। কোর্স শেষ না করলে ব্যাকটেরিয়ার রেসিসটেন্স বৃদ্ধি পায়। ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধ ক্ষমতা জন্মায়। এতে দেখা যায় বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের রেসিসটেন্স বাড়ে। অ্যান্টিবায়োটিকে আর কাজ করে না।
পুনরায় ইউটিআই বা মূত্রনালির সংক্রমণ হওয়া আরো খারাপ। এতে জটিলতা বাড়ে। বেশিরভাগ অ্যান্টিবায়োটিক রেসিসটেন্ট হয়ে যায়।
আরেকটি কাজ করে রোগীরা। অনেকে ভাবে, গতবার ডাক্তার সাহেব আমাকে এই ওষুধ দিয়েছিল। এতে ভালো হয়ে গিয়েছি। সেটি আবার খাই। ডাক্তারের কাছে আর যাব না। এগুলো করলে হয়তো প্রথমদিকে আবারও কাজ করে। দ্বিতীয়, তৃতীয়বার আর কাজ করে না। তখন হয়তো মূত্রনালির সংক্রমণ কিডনি পর্যন্ত চলে যায়।
No comments:
Post a Comment