নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫১৯তম পর্বে মাজারে নারীদের যাওয়া জায়েজ কি না, সে সম্পর্কে চট্টগ্রাম থেকে টেলিফোনে জানতে চেয়েছেন নিজাম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমাদের পরিবারের অনেকেই মাজারে যান। মহিলাদের মাজারে যাওয়া জায়েজ আছে কি?
উত্তর : মাজারে যাওয়া পুরুষদের জন্য বৈধ এবং নারীদের জন্য বৈধ নয়— ব্যাপারটি এমন নয়। মাজারে যাওয়া পুরুষ এবং নারী—কারো জন্যই জায়েজ নেই, এটি হারাম। কারণ মাজারে যে কর্মকাণ্ড হয়ে থাকে, সেগুলোর বেশির ভাগই শিরকী কাজ। সেখানে সিজদাহ করা হয়, পূজা করা হয়, সেখানে অনেক ধরনের আকিদা জড়িত আছে। অনেকে মনে করে মাজারে গেলে সব আশা পূরণ হয়ে যায়। অনেকে মনে করে যে মাজারে গিয়ে কবরবাসীর কাছে চাইলেই সব পূরণ হয়ে যাবে। সুতরাং এই উদ্দেশ্যে মাজারে যাওয়ার বিষয়টি মূলত নবীর (সা.) সুন্নাহ অনুযায়ী একেবারে হারাম। এটি পুরুষ, নারী সবার জন্য হারাম। যদি কেউ যান, তাহলে তিনি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং সেটা আমরা বাস্তবে দেখতে পাই। মাজারে যারা যায়, তাদের অনেকেই সেখানে নিজেদের ইমান ধ্বংস করে বা নষ্ট করে ফিরে আসে।
No comments:
Post a Comment