নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫১৯তম পর্বে গর্ভপাত করালে পাপ হবে কি না, সে সম্পর্কে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন ইভা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : অ্যাবোরশন (গর্ভপাত) করলে কেমন ধরনের পাপ হয়?
উত্তর : বাচ্চা পেটে আসার পর কেউ যদি ইচ্ছাকৃতভাবে অ্যাবোরশন করেন, তাহলে তাঁর এই কাজটি কবিরা গুনাহ। সুতরাং যতক্ষণ পর্যন্ত তিনি মন থেকে তওবা না করবেন, ততক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা পাবেন না। তিনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। এই কাজটি হারাম এবং কবিরা গুনাহ।
কখনো জীবন সংকট দেখা দিলে, চিকিৎসক বললে, সেটি ওজরের বিষয় এবং সে ক্ষেত্রে সেটি ওজরের মাস’আলা হবে। এ ক্ষেত্রে তার মাস’আলাও ভিন্ন হবে।
No comments:
Post a Comment