প্রতিষ্ঠানের কর্তা অমুসলিম হলে কি সালাম দেওয়া যাবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।


জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫১৯তম পর্বে চাকরিক্ষেত্রে কর্তাব্যক্তি অমুসলিম হলে তাঁকে সালাম দেওয়া যাবে কি না, সে সম্পর্কে গাজীপুর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আমিনুল ইসলাম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

 
প্রশ্ন : চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা হিন্দু হলে বা অন্য ধর্মের হলে তাঁদের তো আমাদের সালাম দিতে হয় বা সালাম না দিয়েও পারি না। সে ক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা কী হতে পারে?

উত্তর : সালামের যে অভিবাদন আছে, সেটি দেবেন না। আপনি আপনার বসের ধর্মের যে অভিবাদন রয়েছে, সেটি দেবেন। যেমন : আপনার বস খ্রিস্টান হলে তাঁকে ‘গুড মর্নিং’ দেবেন, হিন্দু হলে ‘আদাব’ বলবেন। সম্মানের যেই শব্দগুলো আছে, যেগুলোর মধ্যে ধর্মীয় কোনো ধরনের বিষয় জড়িত নেই বা হারাম কোনো বিষয় নেই, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, সেটি জায়েজ আছে।
অন্য ধর্মাবলম্বীদের কেউ যদি আপনাকে সালাম দেয়, তাহলে আপনি উত্তরে ‘ওয়ালাইকুম’ বলবেন।

No comments:

Post a Comment