ইসলামকে দুর্বল করতেই পশ্চিমাদের ‘মডারেট ইসলামের’ আবিষ্কার- এরদোগান

সৌদি আরবের পুনর্গঠনে দেশটির ‘মধ্যপন্থী ইসলামের’ ব্যাখ্যার সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, মডারেট ইসলামের ধারণা পশ্চিমাদের আবিষ্কৃত। প্রাচীন এই ধর্মটিকে দুর্বল করার জন্যই সুকৌশলে শব্দটি ব্যবহৃত হচ্ছে। শুক্রবার দেশটির রাজধানী আঙ্কারায় ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ওআইসি) উইমেনস অ্যাডভাইজারি কাউন্সিলের সভায় এরদোগান সৌদির ইসলামের ‘মডারেট’ ব্যাখ্যার নিন্দা করেন।

গত মাসে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, দেশটিতে ‘মডারেট’ পুনঃস্থাপন করার অঙ্গীকার করেছিলেন। বর্তমানে উপসাগরীয় রাজতন্ত্রের দেশটি ইসলামের সালাফিস্ট বা ওয়াহাবি সংস্করণ অনুসরণ করে এবং ইসলামি শরিয়া আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালিত হয়; যেটিকে প্রায়ই ‘অতি রক্ষণশীল’ হিসাবে বর্ণনা করা হয়।

এরদোগান বলেন, ‘মধ্যপন্থী ইসলামের কথা বলে আবারো মুখে ফেনা তুলা হচ্ছে। মডারেট  ইসলামের ধরণা পশ্চিমারা অতি সুকৌশলে উদ্ভাবন করেছেন। মডারেট বা অসংযমী ইসলাম বলে কোনো কিছু নেই; ইসলাম একটিই। এ ধরনের শব্দ ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে দুর্বল করে দেয়া।’

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সম্ভবত তিনি (মোহাম্মদ বিন সালমান) মনে করছেন এই ধারণাটি তার নিজের উদ্ভাবন করা। কিন্তু না, এটা আপনার উদ্ভাবন নয়। অনেক বছর আগেই ইউরোপীয় পার্লামেন্টের মিটিংয়ে আমি মধ্যপন্থী ইসলাম সম্পর্কে তাদের জিজ্ঞেস করেছিলাম।’

এছাড়াও, সভায় সাম্প্রতিক বছরগুলোতে ইইউ রাষ্ট্রগুলোতে ধারাবাহিকভাবে বোরকা নিষিদ্ধের সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। এর মাধ্যমে মুসলিম নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দৃষ্টি এখন ভিশন-২০৩০। এই ভিশনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সুন্নি ইসলামের ‘ওয়াহাবি ব্র্যান্ড’কে সামাজিকভাবে রূপান্তরিত করা। ওয়াহাবি মত অনুযায়ী, একত্রে নারী-পুরুষের মেলামেশা, কনসার্ট এবং সিনেমা ইত্যাদি নিষিদ্ধ।

সৌদি প্রিন্সের এই ভিশন বাস্তবায়ন এবং রাজতন্ত্রকে উদারীকরণের অংশ হিসেবে আগামী বছরের গ্রীষ্মে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হবে। একই সঙ্গে নতুন বছরে নারীদের খেলাধুলার ইভেন্টগুলোতে অংশগ্রহণেরও অনুমতি দেয়া হবে।

গত মাসে জর্ডান এবং মিশর সীমান্ত এলাকায় ৫০০ বিলিয়ন ডলারের ‘শিল্প শহর’ নির্মাণের একটি পরিকল্পনা উন্মোচন সালমান। দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং তেলের ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্যে নতুন এই মেগা-শহর তৈরি করা হবে বলে পরিকল্পনায় বলা হয়।

No comments:

Post a Comment