বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। অনেকেই জানতে চাইছেন কোন দলে কে খেলছেন, খেলার সময়সূচী ও টিকেট কেনার তথ্য কোথায় পাওয়া যাবে।
এসব প্রশ্নের উত্তর খুঁজতে চোখ রাখতে হচ্ছে সংবাদপত্রের খেলার খবরে। স্মার্টফোনের এ যুগে তথ্য খোঁজার কাজটি সহজ করে দিয়েছে একটি অ্যাপ্লিকেশন। এটি ফোনে ডাউনলোড করা থাকলেই জানা যাবে বিপিএলের সব খবর। এটির নাম ‘বিপিএল সময়সূচী’। তৈরি করেছে দেশীয় স্টার্টআপ ট্রিং অ্যাপ ল্যাব।
অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ:
* অ্যাপটিতে বিপিএল ২০১৭ খেলার সময়সূচী, তারিখ, সময় ও খেলার ভেন্যুসহ আরও বিভিন্ন তথ্য জানা যাবে।
* বিপিএল'র যেকোন খবর জানা যাবে।
* খেলার চলার সময় লাইভ স্কোর দেখা যাবে।
* অ্যাপটির সাহায্যে বিপিএল বিষয়ক খেলার সব খবর জানা যাবে।
* বিপিএলের সকল দল ও খেলোয়াড়দের নাম রয়েছে অ্যাপটিতে।
* অ্যাপের মাধ্যমে জানা যাবে বিপিএল লাইভ পয়েন্ট স্কোর ও রেকর্ড বিষয়ক সব তথ্য।
* অ্যাপটিতে মিলবে টিকেটের মূল্য এবং টিকেট কেনার তথ্য সমূহ।
* অ্যাপটিতে রয়েছে প্রতিদিনের খেলা শুরু হওয়ার আগে এবং ম্যাচের সর্বশেষ তথ্য জানাতে নিয়মিত পুশ নোটিফিকেশনের সুবিধা।
বিপিএল ক্রিকেট অ্যাপ (BPL Cricket App)
এই ঠিকানা থেকে গুগল প্লে স্টোরের ৫ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
#বিপিএল-২০১৭ (#BPL-2017)
No comments:
Post a Comment