রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ১৬ নিয়োগ

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে নয়টি পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম
প্রভাষক (ইংরেজি), প্রদর্শক শিক্ষক (জীববিজ্ঞান), সহকারী শিক্ষক (বাংলা, ইংরেজি), ইনস্ট্রাক্টর, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (রসায়ন বিজ্ঞান), পিয়ন, ক্লিনার, মেস ওয়েটার।

যোগ্যতা
প্রভাষক (ইংরেজি)
পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে এবং সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের জিপিএ থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্স ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

প্রদর্শক শিক্ষক (জীববিজ্ঞান)
পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে এবং সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের জিপিএ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

সহকারী শিক্ষক
বাংলা
পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে এবং সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের জিপিএ থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্স ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

ইংরেজি
পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে এবং সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের জিপিএ থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্স ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

ইনস্ট্রাক্টর
পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল/মেকানিক্যাল) থাকতে হবে। কম্পিউটার, ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
ল্যাবরেটরি আ্যটেনডেন্ট (রসায়ন বিজ্ঞান)
পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম এসএসসি উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।

পিয়ন
পদটিতে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

ক্লিনার
পদটিতে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

মেস ওয়েটার
পদটিতে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

আবেদন প্রক্রিয়া
আবেদপত্র ‘অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর’ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা
আগামী ১৯ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন বিজ্ঞপ্তিতে।

No comments:

Post a Comment