নিজেকে আরও বেশি সুন্দর করে তুলতে আমরা কত কী-ই না ব্যবহার করে থাকি। ত্বক এবং চুলে বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করি। কিন্তু এই সমস্ত প্রসাধনীতে যে সমস্ত উপাদান থাকে, তা যে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, তার প্রায় কোনও ধারণাই আমাদের নেই। সম্প্রতি লন্ডনের সার্জেন কেফা মোকবেল জানিয়েছেন যে, বারবার চুলে রঙ করলে বাড়তে পারে স্তন ক্যানসারের ঝুঁকি।
কেফা মোকবেল, লন্ডনের মেরিলিবোনের প্রিন্সেস গ্রেস হাসপাতালে কাজ করেন, তিনি জানাচ্ছেন যে, মহিলারা যাঁরা চুলে রঙ করেন, তাঁদের মধ্যে স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি ১৪ শতাংশ বেড়ে যায়। তাই তাঁরা পরামর্শ দিচ্ছেন যে, সারা বছরে কোনওমতেই ২ থেকে ৫ বারের বেশি যেন চুলে রঙ না করা হয়। পাশাপাশি তাঁরা এমনও পরামর্শ দিচ্ছেন যে, চুলে রঙ করার জন্য প্রাকৃতিক উপাদান, যেমন, হেনা, বীট কিংবা গোলাপ ফুল ব্যবহার করতে পারেন। তবে, যে সমস্ত মহিলারা কখনওই চুলে রঙ করেন না, তাঁদের যে কখনও স্তন ক্যানসার হবে না, এমন কথাও অবশ্য বলছেন না তাঁরা।
No comments:
Post a Comment