বর্ষাকালে মশার উৎপাত একটু বেড়েই যায়। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার মতো জটিল রোগগুলো হয় মশার কামড়ে। মশা তাড়ানোর কিছু উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।
গামলা বা টবে পানি জমিয়ে রাখবেন না।
জমানো পানি থেকে মশার বিস্তার হয়।
রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমান।
রসুনের মধ্যে রয়েছে লারভিসিডাল উপাদান। তাই এটি মশা রোধে সাহায্য করে। কয়েকটি রসুনের কোয়া নিয়ে একে দুই কাপ পানির মধ্যে সিদ্ধ করুন। তরলটি ঠান্ডা হয়ে এলে একটি স্প্রে বোতলে ঢুকিয়ে ঘরের কোণগুলোতে স্প্রে করুন।
নিম তেল মশা নিবারক হিসেবে খুব ভালো কাজ করে। নিম তেল ও নারকেল তেল ১:১ অনুপাতে একটি ছোট বোতলে নিন। সারা শরীরে এটি মাখুন। এতে মশা কামড়াবে না।
তুলসি পাতা মশার লার্ভাকে ধ্বংস করতে পারে। এতে মশা জন্মায় না। তুলসি পাতা বারান্দায় বা জানালার কাছে রাখুন। এ ছাড়া তুলসি পাতার তেল শরীরে স্প্রে করতে পারেন। এতে মশা কম কামড়াবে।
No comments:
Post a Comment