ফায়ারফক্স ব্রাউজা‌রের কিছু শর্টকাট কি

ইন্টারনেট ব্যবহারের সময় কম্পিউটারের মাউস যদি কাজ না করে তবে কি-বোর্ডকে মাউসের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। আবার কি-বোর্ড ব্যবহার করে দ্রুত কাজও করা যায়। ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার মজিলা ফায়ারফক্সের কিছু শর্টকাট কির বর্ণনা নিচে দেওয়া হলো।
Up ও Down অ্যারো: ওপর ও নিচের দিকে ওঠানামা করার জন্য ব্যবহার করা হয়।
Home ও End: ওয়েব পেজের সম্পূর্ণ ওপরে ও নিচে যাওয়ার জন্য ব্যবহার করা হয়।
Spacebar ও Shift + Spacebar: যথাক্রমে পুরো পর্দা পরিমাণ জায়গা নিচে নেমে যাবে এবং ওপরে উঠে যাবে।
Alt + Home হোম পেজ খুলবে
Ctrl + = লেখার আকার বড় হবে।
Ctrl + -লেখার আকার ছোট হবে।
Ctrl + H ব্রাউজিং ইতিহাস (হিস্টোরি) দেখতে।
Ctrl + T নতুন ট্যাব খুলতে।
Ctrl + W বর্তমান ট্যাবটি বন্ধ করতে।
Ctrl + Tab পরবর্তী ট্যাবে স্থানান্তরিত হওয়ার জন্য
Ctrl + Shift + Tab পূর্বের ট্যাবে ফিরে যাওয়ার জন্য।
Ctrl + 1 থেকে 9 সংখ্যা নির্বাচনের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট সংখ্যার ট্যাবে যাওয়া যাবে।
Ctrl + D বর্তমান পাতাটির বুকমার্ক তৈরি করতে।
Ctrl + L ওয়েব ঠিকানা (অ্যাড্রেস) লিখতে।
Ctrl + K কোনো তথ্য খোঁজার ঘর (বক্স) খুলবে।
F5 বর্তমান পাতাটি আবার আসবে। 

No comments:

Post a Comment