সিগারেট বিক্রি করা কি জায়েজ?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
হজ ও উমরাহর সপ্তম পর্বে সিগারেট বিক্রি করা জায়েজ কি না, সে সম্পর্কে নওগাঁ থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মাহফুজুর রহমান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : সিগারেট বিক্রি করা জায়েজ কি? আমি একজন ছোট্ট ব্যবসায়ী। আমি এটা বিক্রি করতে পারব কি এবং বিক্রি করলে কোনো গুনাহ হবে কি না?
উত্তর : বিড়ি বা সিগারেট বিক্রি করা কোনোভাবেই জায়েজ নেই। এ যুগের প্রায় সব ওলামায়ে কেরামের ঐকমত্যে এটি হারাম। তাই এটা বিক্রি করা হারাম।

No comments:

Post a Comment