পর্দার জন্য হাত ও পা মোজা পরা কি বাধ্যতামূলক?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯৮৯তম পর্বে পর্দার জন্য নারীদের হাত ও পা মোজা পরা বাধ্যতামূলক কি না, সে সম্পর্কে ই-মেইলে জানতে চেয়েছেন আসমাউল হুসনা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : মহিলারা যদি পর্দার জন্য হাত মোজা ও পা মোজা না পরে তাহলে কি তাঁদের পর্দা হবে না?
উত্তর : পর্দার জন্য হাত মোজা এবং পা মোজা পরা বাধ্যতামূলক নয়। এই মাস’আলার মধ্যে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। হাত মোজা এবং পা মোজা যদি কেউ পরেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয় হতে পারে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে, ‘হাত এবং পা মহিলাদের সৌন্দর্যের মধ্যে অন্তর্ভুক্ত, সুতরাং ঢেকে রাখাটাই ভালো, উত্তম’। আবার আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন, ‘হাত এবং পা মহিলাদের বাহ্যিক যে সৌন্দর্য প্রকাশের সুযোগ রয়েছে, তার মধ্যে অন্তর্ভুক্ত।’
এ ক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, ঢাকাটা অপরিহার্য নয়, বাধ্যতামূলক নয়। যদি কেউ ঢেকে রাখেন তাহলে সেটি ভালো কাজ। তিনি ব্যক্তিগতভাবে যদি মনে করেন ঢেকে রাখা ভালো, সৌন্দর্যের বহিঃপ্রকাশ না করাই উত্তম, সেটা তাঁর ব্যক্তিগত বিষয় হতে পারে। এ ক্ষেত্রে আমরা যেটা বলব, সেটা হচ্ছে, এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। কেউ এই চিন্তা করার সুযোগ নেই যে, হাত মোজা, পা মোজা পরেনি, সেজন্য তাঁর পর্দা হয়নি। কারণ পর্দার বিধানের মধ্যে এটি অন্তর্ভুক্ত কি না, এই নিয়েই আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে।

No comments:

Post a Comment