অর্থনীতির নোবেল পেলেন রিচার্ড এইচ থ্যালার


অর্থনীতির নোবেল পেলেন য‌ুক্তরা‌ষ্ট্রের রিচার্ড এইচ থ্যালার

২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড থেয়লার রয়েল সুইডিশ এ কাডেমি সোমবার এ পুরস্কার ঘোষণা করে।

৭২ বছর বয়সী মার্কিন এই অর্থনীতিবিদ ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের ইস্ট অরেঞ্জে জন্মগ্রহণ করেন। থেয়লার বর্তমানে ‘ইউনিভার্সিটি অব শিকাগো'র ‘বুথ স্কুল অব বিজনেস’-এ আচরণগত বিজ্ঞান ও অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করছেন। আচরণগত  অর্থনীতির তাত্ত্বিক হিসেবে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন।

‘বিহ্যাভিয়রাল ইকোনমিকস’ বা আচরণগত অর্থনীতিতে অনন্য অবদানের জন্য থেয়লারকে এবার নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। একাডেমির পক্ষ থেকে বলা হয়, অর্থনীতি ও ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের মনস্তাত্বিক বিশ্লেষণে রিচার্ড থেয়লারের সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হচ্ছে।

পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৯০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন রিচার্ড থেয়লার।

সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। সেই সময় পুরস্কার দেয়া বিষয়ের তালিকায় অর্থনীতি ছিল না। পরবর্তীতে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের তিনশ’ বছর পূর্তি উপলক্ষে ১৯৬৮ সালে অর্থনীতি সংশ্লিষ্ট বিজ্ঞানে অবদানের জন্য একটি পুরস্কারের প্রবর্তন করে।

পরের বছর থেকে প্রতিবছর সেই পুরস্কার দেয়া হচ্ছে। নোবেলের অন্যান্য বিষয়ের মতো অর্থনীতির এই পুরস্কার বিজয়ীদেরও ৯০ লাখ সুইডিশ ক্রোনার দেয়া হয় এবং একই অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়।

১৯৬৯ সাল থেকে ২০১৭ সাল প্রর্যন্ত ৪৮ বার অর্থনীতিতে এ পুরস্কার দেয়া হয়। ২৪ বার মাত্র একজন করে অর্থনীতির নোবেল পেয়েছেন। এলিনর স্টর্ম প্রথমবারের মতো একজন নারী অর্থনীতির নোবেল পান ২০০৯ সালে।

অর্থনীতিবিজ্ঞানে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের এ পুরস্কারকে অর্থশাস্ত্রে গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে গণ্য করা হয়।

No comments:

Post a Comment