ক্রিকেট নিয়ে জুয়া খেলার ১২টি বিটিং ওয়েবসাইট বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলেও প্রক্সি সার্ভার দিয়ে এখনও ওই সাইটগুলোতে ঢোকা যাচ্ছে এবং জুয়া খেলাও অবাধে চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিটিআরসি সাইটগুলো বন্ধ করার ফলে প্রথমে অনলাইনকেন্দ্রিক জুয়াড়িরা কিছুটা সমস্যায় পড়েছিল। তবে দ্রুতই বিকল্প হিসেবে প্রক্সি সার্ভারের ব্যবহার শুরু হয়। এর ফলে দেশে থেকেও অন্য কোনো অবস্থান দেখিয়ে এসব সাইটে ঢোকা গেছে। জুয়াও চলেছে সমানতালে।
সংশ্লিষ্টরা বলছেন, বিটিআরসি সাইটগুলো বন্ধ করার ফলে প্রথমে অনলাইনকেন্দ্রিক জুয়াড়িরা কিছুটা সমস্যায় পড়েছিল। তবে দ্রুতই বিকল্প হিসেবে প্রক্সি সার্ভারের ব্যবহার শুরু হয়। এর ফলে দেশে থেকেও অন্য কোনো অবস্থান দেখিয়ে এসব সাইটে ঢোকা গেছে। জুয়াও চলেছে সমানতালে।
তবে পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ওয়েবসাইট ছাড়াও
#বেট #প্রক্সি #বেট৩৬৫ #প্রক্সি-সার্ভার
No comments:
Post a Comment