পোকেমন গো খেলার নিয়ম

স্মার্টফোন ইউজার‌দের জন্য "পোকেমন গো" গেম প্রকাশ করে নিয়ানটিক ল্যাবস। জনপ্রিয় কার্টুন পোকেমনের আদলে তৈরি গেমটিতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হেঁটে হেঁটে পোকেমন খুঁজতে হয় গেমারকে। প্রকাশের পর থেকে গত ছয় মাসে গেমটি খেলতে গিয়ে পোকেমন গো গেমাররা যে পরিমাণ হেঁটেছেন, তাতে গোটা পৃথিবীকে অন্তত দুই লাখ বার প্রদক্ষিণ করা যেত।
প্রকাশের পর ধাপে ধাপে বিভিন্ন দেশে গেমটি ছাড়া হয়। সম্প্রতি বাংলাদেশ থেকেও গেমটি খেলা যাচ্ছে। পোকেমন গো কীভাবে খেলতে হয় তাই থাকছে এই লেখায়।


স্মার্টফোনে পোকেমন গো নামিয়ে নিয়ে ইনস্টল করুন। এরপর নিবন্ধন পর্ব। অ্যান্ড্রয়েডচালিত ফোন হলে গুগল অ্যাকাউন্ট দিয়ে আর আইওএস হলে অ্যাপল আইডি দিয়ে নিবন্ধন করা যাবে। এ ছাড়া পোকেমন ট্রেইনার ক্লাবের অ্যাকাউন্ট দিয়েও গেমটি খেলতে পারবেন। খেলার শুরুতে আপনার বয়স ও ইউজার নেম ঠিক করে দিতে হবে। ইউজার নেম সর্বোচ্চ একবার পরিবর্তন করা যায়। এরপর আপনাকে পছন্দ অনুযায়ী চরিত্র বানিয়ে নিতে হবে। এরপরই আপনি পোকেমন গো খেলার জন্য প্রস্তুত। এখানে মনে রাখা জরুরি, পোকেমন গো খেলতে হলে ফোনের গ্লোবাল পজিশনিং সার্ভিস (জিপিএস) সচল থাকতে হবে।
এরপর আপনাকে মানচিত্রে একটি পোকেমন দেখাবে। সেই পোকেমনের ওপর ট্যাপ করলেই আপনার ফোনের ক্যামেরা সচল হয়ে যাবে। এরপর পোকেমনটি ধরতে হবে। পোকেমনের ঠিক নিচেই আপনি পোকেবল দেখতে পাবেন। আর সেই পোকেবলটি আঙুল দিয়ে ধরে ওই পোকেমনের মাথার ওপর ফেলে দিলেই আপনি পোকেমনটি ধরতে পারবেন। একেকটি পোকেমন ধরবেন আর আপনার এক্সপেরিয়েন্স পয়েন্ট বা এক্সপি বাড়তে থাকবে। এক্সপি বাড়লেই আপনি এক লেভেল থেকে আরেক লেভেলে উত্তীর্ণ হবেন।

প্রতিটি পোকেমনের হেলথ পাওয়ার (এইচপি) এবং কমব্যাট পাওয়ার (সিপি) থাকে। কমব্যাট পাওয়ার যত বেশি হবে আপনার পোকেমনের যুদ্ধের ক্ষমতা তত বাড়বে। আর হেলথ পয়েন্ট (এইচপি) বাড়লে পোকেমনের শক্তি বাড়বে। আপনি এ দুটি বাড়াতে পারবেন পাওয়ার-আপের মাধ্যমে। পাওয়ার-আপের অপশন পেতে মানচিত্রে থাকা পোকেবল চিহ্ন খুঁজে বের করতে হবে। এরপর পোকেমন অপশনে গিয়ে আপনি আপনার পোকেমনের এইচপি এবং সিপি বাড়াতে পারবেন। আর এই দুটো বাড়াতে হলে আপনার লাগবে স্টারডাস্ট ও ক্যানডি। প্রত্যেক পোকেমন ধরার সময় এই দুটো পাবেন আপনি।

হাঁটতে হাঁটতে আপনার আশপাশে কখনো যদি নীল রঙের বক্স স্ট্যান্ডসহ কিছু একটা পাবেন। ওটার নাম পোকেস্টপ। পোকেস্টপের যত কাছে যাবেন তত সেটি ধীরে ধীরে রং বদলাবে। অনেকটা বেগুনি রং ধারণ করবে। পোকেস্টপে গিয়ে ওটার ওপর ছোঁয়ালেই গোলাকার অংশটি ঘুরবে। ঘুরে ঘুরে সেটি পোকেবল, পোশন, এগ ইত্যাদি দেবে।
চলতে চলতে কোথাও কোথাও টাওয়ারের চিহ্ন দেখা যাবে। সেটি হলো জিম। জিমে আপনার পোকেমনের সঙ্গে অন্য পোকেমনের যুদ্ধ করাতে পারবেন। এমনকি আপনার পোকেমনকেও সেই জিমে পাঠাতে পারেন। এভাবে খেলতে খেলতে জানা যাবে সবকিছু। 

পোকেমন গো খেলার শুরুতেই সতর্ক করা হয়, গাড়ি চালানোর সময় এটা খেলা যাবে না। সতর্ক বার্তায় ওকে করলেই খেলা শুরু হয়ে যায়। 




^
^
#‌পো‌কেমন-‌গো , #খেলা, #উপায় #pokemon-go

No comments:

Post a Comment