স্মার্ট‌ফো‌নের লক করা অ্যাপস যেভাবে খুলবেন

সন্তানের বা সঙ্গীর গতিবিধি নিয়ে গোপনে গোয়েন্দাগিরি করতে গিয়ে যদি দেখেন, হোয়াটসঅ্যাপের মতো স্মার্টফোনের বিশেষ কোনো অ্যাপ লক করা, কী করবেন?
অথবা আপনি নিজেই কোন পা‌র্সোনাল অ্যাপ লক করে, পাসওয়ার্ড ভুলে গেছেন! কী করবেন?

অ্যাপ লকের সমস্যা সমাধান হ‌বে নি‌মে‌ষেই। স্মার্টফোনের যে কোনো অ্যাপের লক আপনি চটপট খুলে ফেলেতে পারবেন। 

এজন্য
প্রথমেই চলে যান স্মার্ট‌ফো‌নের সেটিংসে। সেখান থেকে অ্যাপসে ঢুকুন। দেখতে পাবেন ফো‌নে ব্যবহৃত বি‌ভিন্ন অ্যাপস। এগুলোর ম‌ধ্যে অ্যাপলক (যে অ্যাপ দি‌য়ে লক করা হ‌য়ে‌ছে) না‌মের একটা অ্যাপ রয়েছে। এই অ্যাপটা‌তে ক্লিক ক‌রলে, বি‌ভিন্ন অপশনের ম‌ধ্যে পাবেন ফোর্স স্টপ। সেখানে ক্লিক করে ‘ওকে’ অপশন চাপলেই কাজ শেষ, লক খুলে যাবে।

No comments:

Post a Comment