ফেসবুকে রঙিন স্ট্যাটাস দিন সহ‌জেই

ইউজাররা ফেসবুকে প্র‌য়োজনীয় ও অপ্র‌য়োজনীয় নানা রকম স্ট্যাটাস দেন। ত‌বে ফেসবু‌কের স্ট্যাটাস পদ্ধ‌তি যে মান্ধাত্যার আম‌লের এটা সবারই জানা। এখন থে‌কে সেই স্ট্যাটাস একটু রঙিন হলেতো ভা‌লোই হয়। এজন্য ফেসবুক ইউজার‌দের স্ট্যাটাসের ব্যাকগ্রাউন্ড রঙিন করার সুবিধা আনছে।

অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব—সবার জন্যই ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চলছে শুধুমাত্র অ্যান্ড্র‌য়েড ডিভাই‌সে বলে অনেকে এটি এখন নাও পেতে পারেন।
বর্তমানে ব্যাকগ্রাউন্ডে শুধু সাদা রং রয়েছে। নতুন ফিচারটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের জন্য একটি রং নির্বাচন করতে পারবেন ব্যবহারকারী। তবে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা রঙিন স্ট্যাটাস দিতে পারবেন। সেই স্ট্যাটাস দেখতে পাবেন সব প্ল্যাটফর্ম ব্যবহারকারী।
ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, টেক্সট পোস্ট আরও দৃশ্যমান করতেও একটি পরিবর্তন আনা হচ্ছে।

রঙিন স্ট্যাটাস দেয়ার পদ্ধ‌তি:
রঙিন স্ট্যাটাস দিতে ‘হোয়াটস অন ইওর মাইন্ড’ লেখা জায়গায় ইনস্টাগ্রাম লোগোসদৃশ কয়েক ধরনের রঙের অপশন পাবেন। বর্তমান একঘেয়ে রঙের পরিবর্তে এখন সেখানে আট ধরনের রঙ থেকে এক‌টি নির্বাচন করে রঙিন করে তোলা যাবে স্ট্যাটাস।

No comments:

Post a Comment