বাংলাদেশের জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রায় ১০০টি সেবা প্রদান করা হয়। আর এইসব সেবা পেতে নাগরিককে অফিসে এসে বিভিন্ন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হয়। অনেক সময় একটি সেবার আবেদন সম্পন্ন করে তা জমা দেয়ার জন্য আসতে হয় কয়েকবার। আবার কখনও সেবার ফরম সময় মত পাওয়া যায় না। কিন্তু এখন থেকে শুরু হয়েছে নতুন অভিযাত্রা- ডিসি অফিসের ৩২টি সেবা গ্রহণ করতে পারবেন ঘরে বসে ই-ফরমের মাধ্যমে।
অনলাইনে সেবা পেতে ভিজিট করুন ফরমস বাতায়ন (www.forms.gov.bd) “অনলাইনে আবেদন করুন”
নাগরিকগণ খুব সহজ কম খরচে এবং কম সময়ে যে কোনো স্থান থেকে সরকারি সেবা প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন দাখিলের পর নাগরিকগণ একটি ট্র্যাকিং নম্বর এবং এসএমএস পাবে যা দিয়ে পরবর্তীতে আবেদনের সর্বশেষ অবস্থা অনুসন্ধান করতে পারবেন।
এ সিস্টেমের মাধ্যমে আবেদনকারীগণের সাথে সংশ্লিষ্ট সেবাপ্রদানকারী দপ্তর যোগাযোগ করতে পারবে।
No comments:
Post a Comment