বর্তমান সময়ে প্রায় সবার হাতেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন। সারা বিশ্বে যতগুলো স্মার্টফোন রয়েছে তার বেশির ভাগই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। সব অ্যানড্রয়েড ফোনেরই আছে কিছু জরুরি কোড। যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের জরুরি কাজগুলো সম্পাদন করতে পারেন। বিভিন্ন সময় ও নানান কারণে মোবাইলের বিভিন্ন বিষয় জানার প্রয়োজন হয়। আর এসব বিষয় জানার জন্য মোবাইল ফোন কোম্পানীগুলো বিভিন্ন ডায়াল কোডের ব্যবস্থা রাখে। তেমনি স্মার্টফোনগুলোর জন্যও রয়েছে অজানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কোড।
ফোন রিসেট বা রিস্টোর, ফোনের ভার্সন, আইএমইআই নাম্বার, ইত্যাদি প্রক্রিয়ার জন্য কোডের প্রয়োজন হয়। অ্যান্ডয়েড চালিত মোবাইল ফোনের এমনই কিছু জরুরি গোপন কোড রয়েছে; যা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না, তাদের জন্য আজকের এই পোস্ট।
(কোডগুলো শুধুমাত্র ডায়াল করুন)
১। মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর জানার জন্য ডায়াল করুন= *#06#
২। সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে যাবতীয় তথ্য পেতে ডায়াল করুন= *#12580*369 #
৩। মোবাইলের বেসিক তথ্য জানতে ডায়াল করুন= *#*#4636#*#*
৪। ফ্যাক্টরি রিসেট সেটিংয়ের জন্য ডায়াল করুন= *#*#7780#*#*
৫। ফোন রিস্টোর (ইন্টারনাল এবং এক্সটারনাল) করার জন্য ডায়াল= *2767*3855#
৬। ফোন এবং ব্যাটারি ইনফরমেশন জানতে ডায়াল করুন= *#*#4636#*#*
৭। ফাইল কপি, ইমেজ, অডিও, ভিডিও, ভয়েস মেমো, ব্যাকআপ করতে ডায়াল করুন= *#*#273283*255*663282*#*#*
৮। র্যামের মেমোরি ভার্সন জানার জন্য ডায়াল করুন= *#*#3264#*#*
৯। FTA সফটওয়্যার ভার্সন জানতে ডায়াল করুন= *#*#1111#*#*
১০। PDA এবং firmware ভার্সন জানতে ডায়াল= *#*#1234#*#*
১১। সার্ভিস টেস্ট মোডের জন্য ডায়াল= *#*#197328640#*#*
১২। WirelessLAN টেস্ট করতে ডায়াল= *#*#232339#*#*
১৩। ব্যাকলাইট ও ভাইব্রেশন টেস্ট করতে ডায়াল= *#*#0842#*#*
১৪। টাচস্ক্রিন টেস্ট করার জন্য ডায়াল= *#*#2664#*#*
১৫। ব্লুটুথ ঠিক আছে কিনা জানার জন্য ডায়াল করুন= *#*#২৩২৩৩১#*#*
১৬। সিস্টেম ডাম্প মোডের জন্য ডায়াল করুন= *#9900#
১৭। ডায়াগনস্টিক কনফিগারেশনের জন্য ডায়াল করুন= *#9090#
১৮। HSDPA/HSUPA কন্ট্রোল মেনুর জন্য ডায়াল= *#301279#
১৯। ফোন লক স্ট্যাটাস জানতে ডায়াল করুন= *#7465625#
২০। ক্যামেরা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে ডায়াল করুন= *#*#34971539#*#*
২১। প্রক্সিমিটি সেন্সর টেস্ট কোড= *#*#0588#*#*
২২। টাচস্ক্রিন টেস্ট কোড= *#*#2664#*#*
২৩। ভয়েস ডায়াল মোড অ্যাক্টিভ করতে ডায়াল করুন= *#*#৮৩৫১#*#*
২৪। ওয়াই-ফাই ম্যাক অ্যাড্রেস জানতে ডায়াল= *#*#232338#*#*
২৫। জিপিএস টেস্ট কোড= *#*#1472365#*#*
[বিঃদ্রঃ কোড ডায়াল করার পূর্বে তা দেখে, শুনে, বুঝে ও নিজ দায়িত্বে করুন।
কোডগুলো অনেক সেটে কাজ নাও করতে পারে।]
No comments:
Post a Comment