আ‌কিজ বি‌ড়ি ফ্যাক্ট‌রি‌তে বি‌ভিন্ন প‌দে চাক‌রি

আ‌কিজ গ্রু‌পের অন্যতম অঙ্গপ্র‌তিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি‌তে ১৭ ধরনের পদে প্র‌য়োজনীয় জনশ‌ক্তি অন্তর্ভূ‌ক্তির জন্য চাক‌রির নি‌য়োগ বিজ্ঞ‌প্তি প্রকা‌শিত হ‌য়ে‌ছে।
রংপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির তামাক ক্রয়, প্রেসেসিং ও রপ্তানি কেন্দ্রে কর্মঠ, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন জনবল নিয়োগ দেওয়া হবে।


পদ ও যোগ্যতা
হিসাবরক্ষণ কর্মকর্তাঃ হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর। সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
এডমিন অফিসারঃ স্নাতক ও স্নাতকোত্তর। যেকোনো প্রতিষ্ঠানে প্রশাসন বিভাগে ৩ বছর কাজের অভিজ্ঞতা।
পারচেজ অফিসার (লিফ)ঃ স্নাতকোত্তর। কৃষি বিজ্ঞানে স্নাতকরা অগ্রাধিকার পাবেন।
গোডাউন অফিসারঃ বা‌নি‌জ্যে স্নাত‌কোত্তর।
পারচেজ অফিসার (জেনারেল)ঃ বি.কম/স্নাতক।
অডিট অফিসারঃ হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তরসহ সিএ।
উৎপাদন অফিসারঃ স্নাতক। কৃষি বিজ্ঞানে স্নাতকরা অগ্রাধিকার পাবেন।
কেমিস্টঃ রসায়নে স্নাতক।
অফিসার (আইটি)ঃ ডিপ্লোমা ইন কম্পিউটার। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
হকারী প্রকৌশলী (মেকানিক্যাল)ঃ মেকানিক্যাল ডিপ্লোমা।
হিসাব সহকারীঃ বি.কম বা স্নাতক।
সুপারভাইজার (ল্যাব)ঃ এইচএস‌সি (বিজ্ঞান), ক‌ম্পিউটার জানা‌দের অগ্রা‌ধিকার।
উৎপাদন সুপারভাইজারঃ এইচএস‌সি/সমমান (ক‌ম্পিউটার জানা‌দের অগ্রা‌ধিকার)
সহকারী স্টোরকিপারঃ স্নাতক/সমমান।
ফোরম্যান কাম অপারেটর (থ্রেসিং লাইন)ঃ সং‌শ্লিষ্ট কা‌জে ৫ বছ‌রের অ‌ভিজ্ঞতা।
সহকারী ফোরম্যান কাম অপারেটর (থ্রেসিং লাইন)ঃ সং‌শ্লিষ্ট কা‌জে ৩ বছ‌রের অ‌ভিজ্ঞতা।
অপারেশন টেকনিশিয়ান (কন্ডিশনিং সিলিন্ডার)ঃ সং‌শ্লিষ্ট কা‌জে ৫ বছ‌রের অ‌ভিজ্ঞতা।

আবেদন প্রক্রিয়া
নিজ হাতে লেখা আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে।  

বেতন 
আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ- ১৪ মার্চ।

আবেদন পাঠানোর ঠিকানা
এইচ আর অ্যান্ড এডমিন বিভাগ, আকিজ বিড়ি ফ্যাক্টরি লি. আকিজ চেম্বার (৬ষ্ঠ তলা), ৭৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০

সূত্র : প্রথম আলো, ২৩ ফেব্রুয়ারি।

No comments:

Post a Comment