গর্ভাবস্থায় চেকআপ কতবার করা উ‌চিত?

গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতা থেকে রক্ষা পেতে অ্যান্টিনেটাল চেকআপ বা গর্ভকালীন চেকআপ জরুরি।

গর্ভকালীন বা অ্যান্টিনেটাল চেকআপ কতবার হওয়া উচিত?

আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে চারবার আসবে আমাদের (ডাক্তা‌রের) কাছে। তবে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায়, কিন্তু এটি নয়। আপনি যে চিকিৎসককে দেখাবেন তিনি আপনাকে আপনার প্রয়োজন অনুসারে আসতে বলবেন। এই ক্ষেত্রে আপনার এক মাসে দু-তিনবারও আসতে হতে পারে। চারবারও আসতে হতে পারে। দুদিন, তিনদিন পরও আসতে হতে পারে। এটি নির্ভর করছে আপনার শারীরিক কী সমস্যা হচ্ছে, আপনার পরীক্ষার কী অবস্থা? এর ওপর। আপনার চিকিৎসক বলে দেবেন পরবর্তী ফলোআপ কবে হবে।

ডা. শারমিন আব্বাসী 
সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ,
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল।

No comments:

Post a Comment