বেনামাজি ব্যক্তি হজ করতে পারবেন কি?

সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন অবশ্যকর্তব্য। সব সময় চর্চা হয় না বলে হজ পালন সম্পর্কে অনেক কিছুই জানা থাকে না। হজের শুদ্ধ পদ্ধতি, হজের প্রস্তুতি নিয়ে জানা মুসলিমদের কর্তব্য। এ লক্ষ্যেই এনটিভির বিশেষ অনুষ্ঠান ‘হজ ও উমরা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের সরাসরি সম্প্রচারিত হজ ও উমরা অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়েন তাহলে তিনি হজ করতে পারবেন কি না , সে সম্পর্কে ময়মনসিংহ থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আরমান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : যদি কেউ কখনো নামাজ না পড়ে বা অনেক সময় দেখা যায় দু-তিন জুমা নামাজ পড়ল না। সে ধূমপান করে এবং সিগারেটও খায়। সেই লোক কি হজ করতে পারবে?
উত্তর : প্রথম কথা হচ্ছে তিনি তো হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। হজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হলে অবশ্যই হজের আগে যেই ইবাদত রয়েছে, সেগুলো আগে তাঁকে ঠিক করতে হবে। এ জন্য তিনি আগে সালাত ঠিক করবেন, তারপরে তিনি হজের জন্য চেষ্টা করবেন। তাই তাঁর হজের এই চেষ্টাটুকু তখনই সফল হবে, সঠিক হবে যখন তিনি সালাতকে নিয়মিত করবেন। কারণ সালাত হচ্ছে এমনই ইবাদত, যে ইবাদতের ওপর নির্ভর করে আছে ইমানের বিষয়টি। এখন ইমান যদি ঠিক না থাকে তাহলে তো অন্য কোনো ইবাদতের কোনো মূল্য নেই। সালাত নিয়মিত করতে হবে অন্যথায় এই ইবাদতটুকু আল্লাহতায়ালার কাছে একেবারেই অনর্থক, অপ্রয়োজনীয়; আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কাজের জন্য মহতাজ নন। যেমনটি আল্লাহতায়ালা এই গোটা পৃথিবীর কারো ইবাদতের জন্য মহতাজ নন, আপনার ইবাদতের জন্যও মহতাজ নন।

No comments:

Post a Comment