নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ ।
আপনার জিজ্ঞাসার ২০২৩তম পর্বে অনুমতি ছাড়া বাবা-মা সন্তানের টাকা খরচ করতে পারবে কি না, সে সম্পর্কে সৌদি আরব থেকে ই-মেইলে জানতে চেয়েছেন আবদুল আলীম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ভাইয়ের টাকা ভাই, স্বামীর টাকা স্ত্রী, সন্তানের টাকা বাবা-মা, স্ত্রীর টাকা স্বামী—এগুলো কি অনুমতি ছাড়া উভয় পক্ষ ভোগ করলে গুনাহ হবে?
উত্তর : অনুমতি ছাড়া শুধু পিতা-মাতা সন্তানের টাকা ব্যবহার করতে পারবে। বাকিদের জন্য কোনোভাবেই অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ভাইয়ের টাকা ভাই, স্বামীর টাকা স্ত্রী, স্ত্রীর টাকা স্বামী—অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। সন্তানের টাকা বাবা-মা অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে। সন্তানও বাবা-মায়ের টাকা অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। কিন্তু সামান্য টাকা হলে সেটা ভিন্ন বিষয়। কারণ, ৫ থেকে ১০ টাকা আইসক্রিম খাওয়ার জন্য সন্তানরা নেয়, সেটি ভিন্ন বিষয়।
No comments:
Post a Comment