ব্লু হোয়েল : বিশ্বজুড়ে ১৩০ জনের আত্মহত্যা, বাড়ছেই সংখ্যা

ব্লু হোয়েল গেম নিয়ে বিশ্বজুড়ে যেন এক আতঙ্ক বিরাজ করছে। কে যে কখন এই গেমে আসক্ত হয়ে আত্মহত্যা করে বসে তা নিয়ে চিন্তার শেষ নেই।

এই ভীতি অমূলক নয়। কারণ নভায়া গ্যাজেটার এক প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে বিশ্বজুড়ে ১৩০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই সংখ্যা দিন দিন বাড়ছে। ২০১৫-২০১৬ সালের মধ্যে রাশিয়ায় অনেকগুলো শিশু আত্মহত্যা করেছে এই গেমের কারণে।

জানলে অবাক হবেন, দেশ ও স্থান মিলিয়ে অনেকগুলো নাম এসেছে তালিকায়। এসব স্থানে ব্লু হোয়েল হেনেছে মরণ আঘাত। এখন পর্যন্ত আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, জর্জিয়া, কেনিয়া, আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়াও ভারতের কলকাতা, উত্তর প্রদেশ, তামিল নাড়ু, আহমেদাবাদ, মধ্য প্রদেশ, পন্ডিচেরি, লখনউ, জোধপুর আর জয়পুরে।

বুলগেরিয়া, চীন, ইতালি, প্যারাগুয়ে, পর্তুগাল, রামিয়া, সৌদি আরব, সার্বিয়া, স্পেন, আমেরিকা, উরুগুয়ে এবং ভেনিজুয়েলায় খেলা হচ্ছে ব্লু হোয়েল।
এ খেলা খেলতে গিয়ে কোনো ১২ বছরের শিশুর হাতে একাধিক মারাত্মক কাটা-ছেঁড়ার চিহ্ন মিলেছে।
কেউ বা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে।
এই গেমে ৫০টি ধাপ রয়েছে। ওগুলো শেষ করলেই মৃত্যুর হাতছানি।

No comments:

Post a Comment