আকিকা দেওয়া কি জরুরি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মো. সাইফুল্লাহ।

বিশেষ আপনার জিজ্ঞাসার ৫১৬তম পর্বে ইসলামে আকিকা দেওয়াটা জরুরি কি না, সে সম্পর্কে সুনামগঞ্জ থেকে টেলিফোনে জানতে চেয়েছেন রফিক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : ইসলামে আকিকা দেওয়াটা কতটুকু জরুরি? আমার মেয়ের বয়স ছয় মাস চলছে। এখন আকিকা দেওয়া যাবে কি?
উত্তর : ইসলামে আকিকার বিষয়টি সুন্নতে মুয়াক্কাদা। কেউ কেউ বলেছেন ওয়াজিব, গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হচ্ছে, ওয়াজিবের ব্যাপারেও যে বক্তব্যটি রয়েছে, সেটাও কম শক্তিশালী নয়। মহানবীর (সা.) হাদিসের নির্দেশনাগুলো থেকে বোঝা যায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ।
আকিকার ফজিলত তো অনেক। সেটা হচ্ছে, এই যে নতুন একটা প্রাণ এলো, এই প্রাণের বিনিময় হিসেবে এই আকিকা দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে যেসব বালা-মুসিবত আছে, সেগুলো উঠিয়ে নেন। যতক্ষণ পর্যন্ত এই আকিকা না করা হয়, রাসুল (সা.) আম হাদিসের মধ্যে বলেছেন যে, ‘নবজাতক সেখানে আবদ্ধ থেকে যায়।’ সে এগুলোর মধ্যে আবদ্ধ থাকে, আটকা থাকে। তাই এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফজিলত রয়েছে মর্মে অনেক হাদিস রয়েছে। তা ছাড়া এটি কিন্তু একটি ইবাদত, ফজিলতের বিষয়, এতে কোনো সন্দেহ নেই।

সামাজিকভাবেও এর একটা মর্যাদা রয়েছে, অনেক ইতিবাচক গুরুত্ব রয়েছে।
আপনার মেয়ের বয়স ছয় মাস। আপনার উচিত ছিল মেয়ের জন্মের সপ্তম দিনে আকিকা করা। এখন যত দ্রুত সম্ভব আপনি আপনার মেয়ের আকিকা করে নিন। আপনি এখন মেয়ের আকিকা করতে পারবেন।

No comments:

Post a Comment