বিভিন্ন প্রাণীর ডাক কি বিপদের লক্ষণ?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ ।
আপনার জিজ্ঞাসার ২০০৮তম পর্বে বোবা প্রাণী ডাকলে ভবিষ্যৎ বিপদের লক্ষণের কথাটি সঠিক কি না, সে সম্পর্কে রাজধানীর শনির আখড়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : বিড়াল, কুকুরসহ অন্যান্য বোবা প্রাণী ডাকলে ভবিষ্যৎ বিপদের লক্ষণ। এমন আকিদা কি ভ্রান্ত?
উত্তর : ভবিষ্যৎ বিপদের লক্ষণের কথাটি শুদ্ধ নয়। কিন্তু এসব প্রাণী অনেক সময় বালা-মুসিবত সম্পর্কে সচেতন হতে পারে বা দেখতে পারে। চতুষ্পদ জন্তু সম্পর্কে রাসূল (সা.) বলেছেন, ‘তাঁরা তোমাদের বালা-মুসিবত এগুলো সম্পর্কে দেখতে পারে।’ তারা অনেক সময় ফেরেশতাদেরও দেখতে পারে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখালে দেখতে পারবে। এরা ব্যক্তিগত ক্ষমতা দিয়ে দেখছে, ব্যাপারটি এমন নয়। সে ক্ষেত্রে তাদের এই আওয়াজ বা আহ্বানটুকু কখনো কখনো বিপদ সংকেতও হতে পারে। তবে সেটা ভবিষ্যতের কোনো খারাপ কিছু ধরে নেওয়া শুদ্ধ নয়।
এই আকিদা যদি কেউ বিশ্বাস করে থাকেন, তাহলে এর মধ্যে আংশিক শিরকের বিষয় রয়ে গেছে। এটা শিরকে আসগর হতে পারে। আমরা হয়তো এতটুকু সতর্কতা অবলম্বন করতে পারি যে মনে হচ্ছে, পরিবেশটা ভালো লাগছে না। এ ধরনের কিছু আশঙ্কা করা যেতে পারে। কিন্তু সেটা শুধু আশঙ্কা, নিশ্চিত কোনো আকিদার বিষয় নয়।

No comments:

Post a Comment