আইন ও বিচারিক সেবা এখন বিচার বাতায়নে


বাংলা‌দেশ সরকারের আইন ও বিচার বিভাগ- বিচার ব্যবস্থাকে জনবান্ধব করার জন্য এবং সকল বিচারিক তথ্য ও সেবা জনগণের হাতের নাগালে নিয়ে আসার জন্য চালু ক‌রেছে বিচার বিভাগীয় বাতায়ন।

যেকোনো অন্যায়-অপরাধের বিচার পেতে এবং বিচারিক নানা সহায়তা পেতে কোর্টে গি‌য়ে দালালদের পেছনে দৌড়াদৌড়ির দিন শেষ! এখন ঘরে বসে বিচার বিভাগীয় বাতায়নের ও‌য়েবসাই‌টের সাহায্যে যেকোনো সময় পাওয়া যাবে বিচারিক সেবা। এটুআই (A to I) প্রোগ্রামের আওতায় সুপ্রীম কোর্ট ও আইন এবং বিচার বিভাগের সহায়তায় তৈরি এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ খুব সহজেই বিনামূল্যে সকল প্রকার বিচারিক তথ্য ও সেবা পেতে পারে। 

২৪ ডিসেম্বর, ২০১৬ ইং তা‌রি‌খে বিচার বিভাগীয় বাতায়নের শুভ উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি এস‌ কে সিনহা। বিচার বাতায়ন হতে একজন নাগরিক একটি মামলার বিচার পদ্ধতি, আইনজীবীগণের তথ্য, বিচারিক কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সকল ফরম এবং কোন ধরনের অপরাধের ক্ষেত্রে কোথায় কীভাবে প্রতিকার পাওয়া যাবে, মামলার কার্যতালিকা, আইনি সহায়তা ইত্যাদি সকল বিষয়ে যাবতীয় তথ্য ও সেবা পাবেন। 

বিচার বিভাগীয় বাতায়ন কাঠামোর আওতায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বাতায়ন, মহানগর আদালত বাতায়ন, জেলা আদালত বাতায়ন ও বিভিন্ন ট্রাইবুনালের জন্য ভিন্ন ভিন্ন বাতায়ন রয়েছে। একজন নাগরিক বিচার বিভাগীয় বাতায়নের মাধ্যমে সহজেই অন্যান্য বাতায়নে প্রবেশ করতে এবং প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
এই বাতায়নের বাংলা ও ইংরেজি দুটি ভার্সন রয়েছে। যে কোনো ডিভাইস থেকে অনায়াসে এ বাতায়নে প্রবেশ করা যাবে।

বিচার বিভাগীয় বাতায়নের ঠিকানা- www.judiciary.org.bd

এই ও‌য়েবসাই‌টে ১। উচ্চ আদালত; ২। অধস্তন আদালত এবং ৩। ট্রাইব্যুনালের সকল বিচারিক তথ্য ও সেবা এক ঠিকানায় পাওয়া যা‌বে।

বিচার বাতায়‌নের সেবা সমূহঃ
ক) উচ্চ আদালত-
নোটিস
উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ
অনলাইন বুলেটিন
ই-ডিরেক্টরি

খ) আইন ও বিচার বিভাগ-
নিউজ ও নোটিস
বাজেট ও উন্নয়ন
প্রশাসনিক কাঠামো
ই-ডিরেক্টরি

গ) অধস্তন আদালত-
গ্রেডেশন তালিকা
ফৌজদারি মামলা
দেওয়ানি মামলা
কোর্ট-ফি সংক্রান্ত বিধানাবলি

ঘ) আচরণবিধি-
আদালতে আচরণবিধি
বিচারকের জন্য আচরণবিধি
আইনজীবীর জন্য আচরণবিধি
সার্কুলারসমূহ

ঙ) আইন অধিকার-
মৌলিক অধিকার
থানায় আপনার অধিকার
আদালত নোটিসে করণীয়
জামিনযোগ্য ধারার অপরাধসমূহ

চ) শিশু ও নারী সংক্রান্ত সেবা-
শিশু আদালত
প্রবেশন সেবা
নিরাপদ হেফাজত সংক্রান্ত সেবা
ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার

তাই প্র‌য়োজ‌নে এখন আর যাকে-তাকে প্রশ্ন না করে; ওয়েবসাইট ভিজিট করুন, সেবা নিন বিচার বিভাগীয় বাতায়নের। সা‌থে বিচারিক সেবা ও তথ্য পান যখন যে মুহুর্তে প্রয়োজন!

পিইসিতে স্কুল সেরা ৬৫ বছরের বাছিরন

ধবধবে সাদা শাড়ি ও ওড়না পরে ৬৫ বছরের বাছিরন তার সমাপনী পরীক্ষার ফলাফল জানতে এসেছিলেন বিদ্যালয়ে। ফলাফলে দেখা গেল বিদ্যালয়ের সেরা তিনিই। হোগলবাড়ীয়া পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন পরীক্ষার্থীর মধ্যে বাছিরন নেছা জিপিএ-৩ পেয়ে বিদ্যালয়ের  সেরা হন। তার এই কৃতিত্বে সবাই মুগ্ধ। তাকে ঘিরে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের ব্যাপক উদ্দীপনা। মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া গ্রামের মৃত রহিল উদ্দীনের স্ত্রী বাছিরন নেছা পিইসি পরীক্ষা দিয়ে দেশে আলোচিত হন।

গতকাল বেলা ১১টার আগেই বাছিরন ফলাফল নিতে বিদ্যালয়ে পৌঁছান। তার সঙ্গে ছিলেন ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাছিরন কী ফলাফল অর্জন করেন তা জানার জন্য কৌতূহলী মানুষ স্কুলের বারান্দায় ভিড় জমান।
বাছিরনের চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের ছটা। শেষ পর্যন্ত আসে সেই মাহেন্দ্রক্ষণ। সহপাঠী সবাইকে পেছনে ফেলে বিদ্যালয় সেরা ফল তার নামেই। এই খুশিতে যেন আত্মহারা বৃদ্ধা বাছিরন নেছা।  বিদ্যালয়ে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ‘ভি’ চিহ্ন প্রদর্শন করে ছাত্রছাত্রীদের সঙ্গে আনন্দ প্রকাশ করেন তিনি।
প্রতিক্রিয়ায় বাছিরন নেছা বলেন, ‘পাস করার মধ্যে যে এত মজা তা আগে বুঝিনি।’ এ ফলাফলে তিনি শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। যতদিন বেঁচে থাকবেন, ততদিন লেখাপড়া চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন বাছিরন।

বাছিরন নেছার বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনার কলি জানান, দীর্ঘ ৫ বছর ধরে বাছিরনকে লেখাপড়া করাচ্ছি। তিনি যে এত ভাল ফলাফল করবেন তা জানা ছিল না। এই ফলাফলে গর্বিত তিনি। ফলাফল ঘোষণার সময় ওই বিদ্যালয়ে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আখতার বানু। তিনি বলেন, ইচ্ছে শক্তির কাছে বয়স যে কোনো বাধা নয় তা আবারো প্রমাণ করলেন বাছিরন। তার এলাকার একজন বয়োবৃদ্ধ লেখাপড়া ও ভালো ফলাফল করায় তিনিও গর্বিত। বাছিরন দেশের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত বলেও মনে করেন সেলিনা আখতার বানু। এমপি আগামী ছয় মাসের মধ্যে বাছিরনের প্রাথমিক বিদ্যালয়টি পাকাকরণের সার্বিক ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন।
এদিকে বাছিরনকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ছুটে যান গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান ও মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ। পিইসি পরীক্ষা পরিদর্শন করে বাছিরনের লেখাপাড়ার সমস্ত ব্যয় বহনের ঘোষণা দিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার।
জানা গেছে, মেহেরপুর জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ায় বাছিরনের বাড়ি। বাসিরন গ্রামের রহিল উদ্দিনের স্ত্রী। ৩৫ বছর আগে স্বামী মারা যান। বাছিরনের সংসারে এক ছেলে ও দুই মেয়ে। ছেলে মহির উদ্দিনের সঙ্গে থাকেন তিনি। নাতি-নাতনিরা কলেজে ও বিদ্যালয়ে লেখাপড়া করে। ২০১১ সালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন প্রথম শ্রেণিতে। ২০১৬ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেন তিনি। বাছিরন জানান, অর্থসংকটের কারণে তার পড়াশোনা হয়নি। চেষ্টা করেছিলেন ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে। এর মধ্যেই মারা যান তার স্বামী। ফলে সন্তানদের লেখাপড়া করাতে পারেননি। পরে যখন নাতি-নাতনিরা লেখাপড়া শুরু করলো তখন তিনি সিদ্ধান্ত নেন নিজে লেখাপড়া করার।

গতকাল বাছিরন তার বয়োবৃদ্ধ ভাই আকবর আলী ও ছেলে মহিরুদ্দিনকে সঙ্গে করে বিদ্যালয়ে এসেছিলেন পরীক্ষার ফলাফল জানতে। প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন, বাছিরন নেছা ২০১০ সালে স্কুলে ভর্তি হওয়ার জন্য কয়েকবার এসেছিলেন। বয়স্ক মানুষ ভেবে সে বছর তাকে ভর্তি করানো হয়নি। পরে যখন তিনি আবার আসেন ২০১১ সালে তাকে ভর্তি করি। ভর্তি করার পর থেকে তার আগ্রহ দেখে অবাক হয়েছি। প্রতিদিন ক্লাস তিনি করেছেন। ক্লাসের সহপাঠীদের সঙ্গে তার শিশুদের মতোই আচরণ শিক্ষকদের মুগ্ধ করতো।
সহপাঠী মৌ জানায়, বাছিরন তার দাদির বয়সী হলেও তাকে বান্ধবীর মতো করে দেখতে হয়। লেখাপড়া নিয়ে কোনো সমস্যা মনে হলে একে অপরকে সহযোগিতা করেন। সে আরো বলে, বাছিরনকে স্যাররা পড়া ধরতে দেরি করলে মন খারাপ করে স্যারদের বলতেন আমার পড়া ধরেন।
মটমুড়া ইউনিয়ন চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন, আমার ইউনিয়ন এলাকায় এ ধরনের বয়সের কেউ লেখাপড়া করতে চাইলে তাকে পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
গাংনী উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর আলী জানান, শিক্ষার কোনো বয়স নাই। এ বয়সের একজন পিএসসি পরীক্ষায় পাস  করেছে। যা নিরক্ষরমুক্ত দেশ গড়তে সকলেই অনুপ্রাণিত হবে।

© মানবজ‌মিন

মাস্টার্স আই‌সি‌টি রেজাল্ট

জাতীয় বিশ্ব‌বিদ্যাল‌য়ের অধী‌নে অনু‌ষ্ঠিত ২০১৩ সা‌লের মাস্টার্স আইসিটি প‌রিক্ষার রেজাল্ট প্রকা‌শিত হ‌য়ে‌ছে; ২০১৬ সা‌লের ২৯ ডি‌সেম্বর।

জাতীয় বিশ্ব‌বিদ্যাল‌য়ের ২০১২-১৩ সেশনের মাস্টার্স আই‌সি‌টি কো‌র্সের ছাত্র-ছাত্রী‌দের প্র‌তিক্ষার অবসান ঘট‌লো। মাস্টার্স~ সেশন ২০১২-১৩ হ‌লেও পরিক্ষা হ‌য়ে‌ছে ২০১৬ সা‌লে; রেজাল্টও হ‌লো ২০১৬ সা‌লে! এ বছর জাতীয় বিশ্ব‌বিদ্যাল‌য়ের অ‌ধীনস্ত ১০টি ক‌লে‌জের ৫০০০ এরও বে‌শি প‌রিক্ষার্থী আই‌সি‌টি বিষ‌য়ে প‌রিক্ষা দি‌য়ে‌ছিলো। যার ফলাফল পাওয়া গেলো ২৯ ডি‌সেম্বর, ২০১৬ তা‌রি‌খে।

২০১৩ সা‌লের আই‌সি‌টি কো‌র্সের রেজাল্ট জান‌তে এখা‌নে যান... ("Skip" -এ ক্লিক করুন)

আই‌সি‌টি-‌রেজাল্ট-২০১৩

জাতীয় বিশ্ববিদ্যাল‌য়ের অ‌ফি‌সিয়াল ও‌য়েবসাইট www.nubd.info/index.php -তে মাস্টার্স ফাইনাল আইসিটি রেজাল্ট ২০১৩ প্রকাশ করা হয়। এছাড়া nu.edu.bd.com/results -এই সাই‌টেও পাওয়া যায়। আবার মাস্টার্স আইসিটি ২০১৩ রেজাল্ট; dear-bangla-24.com -এখা‌নেও প্রকা‌শিত হ‌য়ে‌ছে।

ক‌লেজ ভি‌ত্তিক আই‌সিটি রেজাল্টঃ
COLLEGE : 0322 - GOVT. B. L. COLLEGE
COLLEGE : 1101 - GOVT. B. M. COLLEGE
COLLEGE : 1701 - M. C. COLLEGE
COLLEGE : 2501 - RAJSHAHI COLLEGE
COLLEGE : 3201 - CARMICHAEL COLLEGE
COLLEGE : 4301 - CHITTAGONG COLLEGE
COLLEGE : 5511 - TONGI GOVT. COLLEGE
COLLEGE : 6419 - DHAKA COLLEGE
COLLEGE : 6423 - GOVT. TITUMIR COLLEGE
COLLEGE : 6426 - EDEN MAHILA COLLEGE

Search Result:
NU ICT Result 2013 – www .nu.edu.bd results or National University Results or masters ICT Results 13.
@ মাস্টার্স আইসিটি রেজাল্ট ২০১৩
#আইসিটি-রেজাল্ট-২০১৩
২০১৩ মাস্টাস আইসিটি রেজাল্ট
masters ict result 2013, www.bdictresult › national-university-ma.... bdu com, nu bd ict result, mf result challenge result 2013, nu edu bd resuld com. জাতীয় বিশ্ব‌বিদ্যালয় আই‌সি‌টি রেজাল্ট,
national university masters final ict result 2013. national university ict exam result,
masters final result ict 2016. #আই‌সি‌টি #রেজাল্ট
masters final year ict result 2013,
ict masters result 2013, ICT Result 2013,
2013 ICT results,
NU Masters ICT Exam Result 2013