বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯০ ভাগ অফলাইনে থাকে অর্থাৎ তাদের ইন্টারনেট সুবিধা নেই।
ঢাকায় বিশ্বব্যাংক প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ১৪ কোটি ৮০ লাখ জনগণের ইন্টারনেট সুবিধা নেই।
প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০০৫ সালের পর থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে, তবুও বিশ্বের ৪০০ কোটি লোক এখনো ইন্টারনেট সংযোগের বাইরে।
প্রতিবেদনে জানানো হয়, অফলাইনে থাকা জনগোষ্ঠীর দিক থেকে ভারত এক নম্বরে। ভারতের ১১০ কোটি মানুষ ইন্টারনেট সংযোগের বাইরে।
চীনের ৭৫.৫ কোটি জনগণ এবং পাকিস্তানের ১৬.৫ কোটি মানুষ ইন্টারনেটের বাইরে।
তবে বাংলাদেশ টেলিকমিনিউকেশন নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির মতে, গত এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৬ কোটি ১০ লাখ।
প্রতিবেদন প্রকাশের সময় উপস্থিত ছিলেন 'বিশ্বব্যাকের বিশ্ব উন্নয়ন প্রতিবেদন-২০১৬ ডিজিটাল ডিভিডেন্ডস' এর সহ-পরিচালক দীপক মিশ্র, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ, ভারত ও নেপালে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিআও ফান।
No comments:
Post a Comment