অনেক সময় অসাবধানতা বশত মাছের কাটা গলায় আটকে যায়। বিশেষ করে ছোট মাছ অাস্ত গিলে ফেলার সময় বা বড় মাছ খাওয়ার সময় সতর্ক না থাকার ফলেই এমনটি হয়ে থাকে।
গলায় মাছের কাঁটা বিঁধলেই বোঝা যায়, এত ছোট একটা জিনিস কতটা যন্ত্রণা দিতে পারে।
গলায় মাছের কাঁটা বিঁধলেই বোঝা যায়, এত ছোট একটা জিনিস কতটা যন্ত্রণা দিতে পারে।
মাছ খাওয়ার সময় অসাবধানতাবশত গলায় কাঁটা লাগেনি ! এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। গলায় কাঁটা বিধলে নানা রকম সমস্যা দেখা যায়। তবে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা হলেও বড় কোন সমস্যার কথা আজ পর্যন্ত জানা যায়নি। সমস্যার মধ্যে অনেক সময় গলাব্যথা, বুক ও পেটেও
ব্যথা হয়। কাঁটা সরে যাওয়ার আগ পর্যন্ত খুবই অস্বস্তি থেকে যায়।
গলায় যদি কখনও কাঁটা আটকায়, তবে নিচের সমাধানই যথেষ্ট !
হাতের কাছেই কাঁটা সরানোর চমৎকার একটি উপায়। গলায় কাঁটা বিঁধলে সাথে সাথে বলের মতো ভাত নিয়ে সরাসরি গিলে খেতে হবে। ভাতের বলটি হালকা গরম হলে ভালো হয়। মনে রাখবেন ভাতের বল বা দলাটি যেন মুখে নিয়ে না ভাঙ্গে।
বাদাম সবার পরিচিত পুষ্টিকর খাবার। গলায় কাঁটা বিঁধলে মুখ ভরে বাদাম নিন। এটি হতে পারে চিনাবাদাম, কাঠবাদাম বা কাজুবাদাম। ভালো করে বাদাম চিবিয়ে গিলুন। এর পর পানি পান করুন। এটি গলার কাঁটা দূর করতে দারুন কাজ করবে।
গলার কাঁটা তুলতে শুকনো পাউরুটি খেতে পারেন। মুখ ভরে পাউরুটি নিন, একে চিবিয়ে খান। এর পর পানি পান করুন।
লবণযুক্ত পানি পানের মাধ্যমেও কাঁটা সরানো যায়। পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ গুলে খান। এতে গলার কাঁটা নরম হবে এবং ধীরে ধীরে তা বেরিয়ে যাবে।
গলা থেকে কাঁটা তুলতে জলপাইয়ের জুস ভালো কাজ করে। জলপাই পানি দিয়ে ফুটান। পানীয়টি গরম গরম থাকতে খান। কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে যাবে।
কলা খেলেও গলার কাঁটা দূর হয়। কাঁটা দূর করতে একটি বড় কলা খেতে হবে। কলা খেতে খেতে কাঁটা নেমে যাবে।
No comments:
Post a Comment