ফ্রি ভিডিও দেখতে ইউটিউবের বিকল্প নেই। শুধু ভিডিও দেখা নয়, এখানে ফ্রিতে যে কোন ভিডিও ডাউনলোড ও আপলোডও করা যায়। তবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে গেলে সামান্য বিড়ম্বনার সৃষ্টি হয়।
ইউটিউবের ভিডিও ডাউনলোডের জন্য ভিডিও ডাউনলোডার সফটওয়্যারের প্রয়োজন হয়। ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে গিয়ে অনেকেরই ধৈর্যহানির মতো ঘটনা ঘটে থাকে। বিভিন্ন কারণে হয়তো আপনি ডাউনলোডের পর্যাপ্ত গতি পাচ্ছেন না। বা ডাউনলোডার দিয়ে ডাউনলোড করতে হচ্ছে। তবে অনেক সহজেই আপনি ডাউনলোডার ছাড়াই কিছু পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ছবি, গান বা ভিডিও ডাউনলোড করতে পারেন। জেনে নিন তারই দুইটি উপায় বা পদ্ধতি।
১*১। প্রথমে ইউটিউবে (www.youtube.com) যান। সার্চ অপশনে আপনার পছন্দের গান বা ভিডিও সার্চ করে তা ওপেন করুন।
১*২। সেই গান বা ভিডিওটি আসার পর ইউআরএল বারের (যেমন_ http://www.youtube.com/watch1ng-DearBangla24-MR7-এই ধরণের হবে) লিংকটাতে গিয়ে youtube শব্দটির শেষ তিনটি লেটার (ube) কেটে দিয়ে ইন্টার কি চাপুন। (ube ডিলিট বা কেটে দেয়ার পর এ রকম হবে_ http://www.yout.com/watchingDearBangla24MR7) ইন্টার কি চাপার সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন yout.com-এ।
১*৩। এরপর একটা নতুন পেজ ওপেন হবে। এখানে ভিডিও বা গানের বিভিন্ন ফরম্যাটের (mp3/mp4/avi) একটি অপশন আসবে। সেই সাথে ভিডিওর কোয়ালিটির অপশনও থাকবে। এর ঠিক নীচে লাল রঙের একটা ডট থাকবে। আপনার পছন্দমতো অপশনগুলো সিলেক্ট করে ডটের স্থানটিতে ক্লিক করলেই গান বা ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে।
এবার ইউটিউব ভিডিও ডাওনলোডের দ্বিতীয় উপায়টি জানা যাক।
২.১। পূর্বের মতো (১.১) করে আপনার কাঙ্খিত ইউটিউব ভিডিওর ইউআরএল বারে গিয়ে, www. পর্যন্ত কেটে দিয়ে (www. এর জায়গায়) ss লিখে এন্টার চাপুন। (এরকম হবে http://ssyoutube.com/.....)
২.২। এরপর নতুন পেজ আসবে। সেখানে ১.৩ এর মতো করে অপশন সিলেক্ট করে ডাউনলোড আইকনে ক্লিক করলেই ইউটিউব ভিডিও ডাওনলোড শুরু হয়ে যাবে।
# youtube video download, ইউটিউব ভিডিও ডাউনলোডের উপায়, how to download youtube vdo, bangla, bangladesh, youtube video download,
No comments:
Post a Comment