ইউটিউব থেকে আয়ের নতুন প্লাট‌ফর্ম

গুগল অ্যাডসেন্সের নানান সমস্যা সমাধানকল্পে বাংলাদেশে সর্বপ্রথম ইউটিউব পাবলিশারদের জন্য ইউটিউব পার্টনারশিপ নেটওয়ার্ক চালু করেছে ক্রিয়েটর এমসিএন (www.creatormcn.com)। 

এই সাইটে ইউটিউব পাবলিশারদের জন্য রয়েছে বিশেষ বিশেষ সুবিধা। যার মাধ্যমে গুগল অ্যাডসেন্সের টাকা উত্তোলন করতে কোনও অ্যাড্রেস পিন ভেরিফিকেশন লাগবে না। এমনকি সর্বনিম্ন এক ডলার হলেও ৭টি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পাবলিশাররা উপার্জিত অর্থ উত্তোলন করতে পারবেন। 

এখানে সংযুক্ত ইউটিউব চ্যানেলসমূহে হাই সিপিএম বিজ্ঞাপন প্রদর্শনের দ্বারা ইউটিউব চ্যানেলের ইনকাম কয়েকগুণ বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে। এছাড়াও প্ল্যাটফর্মটির মাধ্যমে ইউটিউব সার্টিফাইড ভেরিফাইড চেক মার্ক চ্যানেল অনুমোদন করা যাবে। 

বাংলা ভাষাভাষী ইউটিউব পাবলিশাররা প্ল্যাটফর্মটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন www.fb.com/creatormcn ফেসবুক ফ্যান পেজে। এই প্ল্যাটফর্মটির দ্বারা কারো চ্যানেলের ভিউ, সাবস্ক্রাইবার ও ইনকাম বাড়াতে এই লিঙ্কের https://goo.gl/BtSnNu মাধ্যমে সংযুক্ত হতে পারেন।  

অনলাইনে আ‌য়ের বি‌ভিন্ন উপায়

No comments:

Post a Comment