কম ইন্টার‌নেট ব্যবহারকারী‌দের ম‌ধ্যে বাংলা‌দে‌শের স্থান ৫ম

সারা বি‌শ্বে ইন্টারনেট সুবিধা বঞ্চিতদের মধ্যে বাংলাদেশ ৫ম স্থান দখল ক‌রে‌ছে। বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারের সংখ্যা বাড়লেও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কম। এখন ১৬ কোটি মানুষের মধ্যে ১৩ কোটি মোবাইল ব্যবহার করছে। তবে এ ক্ষেত্রে অন্য অনেক দেশের তুলনায় এগিয়ে থাকলেও ইন্টারনেট ব্যবহারে অনেক পিছিয়ে বাংলাদেশ। দেশে এখনও ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের বাইরে রয়েছে। বিশ্বব্যাংকের ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০১৬ : ডিজিটাল ডিভিডেন্ট’ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
সোমবার রাজধানীর গুলশানের হোটেল আমারিতে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এসময় ঢাকায়
নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্বব্যাংক প্রকাশিত প্রতিবেদনের কো-ডিরেক্টর দিপক মিশরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে কম ইন্টারনেট ব্যবহার করা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত দেশের মধ্যে সবার উপরে রয়েছে ভারতের নাম। সেখানে এখনও ১০০ কোটি মানুষ ইন্টারনেট সেবার বাইরে। এরপর যথাক্রমে রয়েছে চীন (৭৫ কোটি), ইন্দোনেশিয়া (২১ কোটি) এবং পাকিস্তান (১৬ কোটি)।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা কম হলেও এখানে মোবাইল ফোনে খরচের হার অনেক কম। প্রতি মাসে মোবাইল ফোনে কম টাকা খরচ করা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এখানে প্রতি মাসে মোবাইল ফোনে গড় খরচ হয় ১ ডলারের মতো। প্রথম অবস্থানে আছে শ্রীলংকা।
এখানে খরচ হয় গড়ে প্রায় হাফ ডলার। এছাড়া মোবাইল ফোনে কম টাকা খরচের মধ্যে অন্য দেশগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে ইরান, নেপাল, ভুটান, উজবেকিস্তান ও ভারত। সবচেয়ে বেশি টাকা খরচ হয় ব্রাজিলে, প্রায় ৫০ ডলার। এছাড়া ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন পণ্য আমদানিতে উচ্চ শুল্কের বিষয়টি উঠে এসেছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, মোবাইল ফোন আমদানিতে সবচেয়ে বেশি শুল্ক দিতে হয়, এমন ১৫টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। এ তালিকার শীর্ষে আছে ফিজি।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও দেখা গেছে, বিশ্বে এখন ৭৪০ কোটি জনগোষ্ঠীর মধ্যে মোবাইল ফোন ব্যবহার করছে ৭০০ কোটি। ইন্টারনেট সুবিধার আওতায় আছে ৩২০ কোটি। উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট সুবিধার আওতায় আছে ১০০ কোটি মানুষ।

No comments:

Post a Comment