নি‌জেই ব্যবসা শুরু করুন (সব‌ তথ্য একসা‌থে)

কেন আপনি নিজেই ব্যবসা আরম্ভ করবেন?
আল্লাহ পাক পবিত্র কুরআনে ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এছাড়াও ব্যবসা ও ব্যবসায়ীদের নিয়ে হুজুর (সা:) এর অনেক হাদীস রয়েছে, যা বিভিন্ন হাদীস শরীফে লিপিবদ্ধ আছে। একটু কষ্ট করে খুঁজলেই পাওয়া যাবে।
বাংলাদেশের লেখাপড়ার প্রেক্ষাপট চাকুরীর জন্য নির্মিত। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় অবচেতন মনে চাকুরীর কথা প্রবেশ করানো হয়। নিজের পায়ে দাঁড়ানো, ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি-এই ধারনাগুলো খুব কমই রয়েছে আমাদের
শিক্ষা ব্যবস্থায়।

দেখা গেছে, যাদের পারিবারিকভাবে ব্যবসা রয়েছে তারা ব্যবসায় জড়িয়ে পড়ছে, আবার এম.বি.এ গ্রাজুয়েটরাও উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির চিন্তা ভাবনা করেন। বাকীরা অধিকাংশই চাকুরীর প্রতি ঝুঁকে পরছে। এভাবে দেশের বিপুল শিক্ষিত ও বুদ্ধিমান জনসংখ্যা তথা যুবসমাজ যদি চাকুরীর (অন্যের জন্য খেটে মরা!) পেছনে লেগে থাকে, সেক্ষেত্রে দেশের উন্নতির আশা করা খুবই কঠিন ব্যাপার।

চাক‌রি বনাম ব্যবসা
সবাই চান সুখে শান্তিতে বসবাস করতে। আর এই চাওয়ার অন্যতম সমাধান হচ্ছে অর্থনৈতিক মুক্তি। চাকুরী এই অর্থনৈতিক মুক্তির স্থায়ী সমাধান নয়। আপনি যেকোন সময় বরখাস্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি নেই? – সে কথা আমি বলছি না। দুটোর প্রেক্ষাপট আলাদা। তবে সবাইকেই ব্যবসা করতে হবে সেটাও বলছি না। চাইলেই আপনি ব্যবসা করতে পারবেন না বা ব্যবসায়ী হয়ে উঠবেন না। এর জন্য প্রয়োজন ব্যবসায়িক জ্ঞান, মেধা ধৈর্য্য ও ঝুঁকি নেয়ার ক্ষমতা।
আপনার বয়স যদি ১৮-৩০ এর মধ্যে হয়ে থাকে তাহলে ব্যবসার ঝুঁকি নিতেই পারেন। আপনি একটি ব্যবসায় প্রতিষ্ঠান সৃষ্টি করার মাধ্যমে নিজে অর্থনৈতিক মুক্তির পথে পা রাখলেন, অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করলেন, দেশের উন্নতিতে অংশীদার হলেন। আপনি ব্যবসায়ী হওয়ার মনস্থির করে থাকলে আপনাকে কর্পোরেট জগতে স্বাগত জানাচ্ছি।

ব্যবসার ধরণ
ব্যবসা অনেক ধরনের রয়েছে। ব্যবসার ধরণ অনুযায়ী ব্যবসাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। যথা:
ক্ষুদ্র,
মাঝারী ও
বৃহৎ।
আমরা এই ক্ষেত্রে মূলত ক্ষুদ্র ও মাঝারী ব্যবসা নিয়ে আলোচনা করব। আপনি জানেন বিন্দু থেকেই সিন্ধু হয়। আপনি এখন ব্যবসা শিখছেন। তাই ক্ষুদ্র থেকে আরম্ভ করাই বুদ্ধিমানের কাজ হবে। এটাকে আমরা বলতে পারি Small Enterprise. যেহেতু আপনি ব্যবসা করার মনস্থির করেছেন, সেহেতু এখন প্রথম কাজ হচ্ছে ব্যবসা নির্বাচন করা। জগতে ব্যবসার অভাব নেই।

ব্যবসা শুরুর পূর্বশর্ত
ব্যবসা আরম্ভের ক্ষেত্রে কিছু পূর্বশর্ত রয়েছে। যেমন: আপনি যে ব্যবসাটি করতে চাচ্ছেন সেটি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে, কি পরিমান বিক্রয় করলে কত লাভ হতে পারে, কেন আপনি লোকসানে পড়তে পারেন, লোকসান নিরূপনের উপায় কি, পরিবহন ব্যবস্থা, প্রয়োজনীয় কাগজপত্র, মার্কেট পরিসংখ্যান, যারা ইতিপূর্বে এই ব্যবসার সাথে জড়িত তাদের মতামত, লোন সুবিধা ইত্যাদি। উপরোক্ত লিস্টের যেকোন প্রকল্পের আওতায় আপনি এসএমই (SME) লোন পাবেন। বাংলাদেশে বেশ কিছু ব্যাংক এসএমই (SME) লোন প্রদান করে থাকে। যেমন :-
1. Bank Al-Falah
2. Mutual Trust Bank Ltd.
3. Dhaka Bank Ltd.
4. Merchantile Bank Ltd.
5. Premier Bank Ltd.
6. One Bank Ltd.
7. Janata Bank Ltd.
8. Brac Bank Ltd.
9. City Bank Ltd.
10. Rajshahi Krishi Unnayan Bank
11. IFIC Bank Ltd.
12. Standard Chartered Bank Ltd.
13. Dutch-Bangla Bank Ltd.
14. Bank Asia Ltd.
15. AB Bank Ltd.
16. Industrial & Infrastructure Development Finance Company Limited
উল্লেখিত ব্যাংকগুলোর এসএমই (SME) শাখায় খোঁজ নিলে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও এসএমই (SME) লোনের ব্যাপারে ব্যাংকগুলো কোন সমস্যা করলে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে পারেন। নিচে লক্ষ্য করুন –
জনাব সুকোমল সিংহ চৌধুরী – মহাব্যবস্থাপক – ০১৮১৯৫০২০৯৬
জনাব মো: আশরাফুল আলম – যুগ্ন পরিচালক – ০১৭১৪১১০৭৯২
জনাব এসএম মোহসীন হোসেন – যুগ্ন পরিচালক – ০১৭১১৩১৯৫৫৯
জনাব মো: মনিরুজ্জামান সরকার – যুগ্ন পরিচালক – ০১৮১৯৪৮৮৪৬১
জনাব মো: তহিদুল ইসলাম – উপ পরিচালক – ০১৭৩২১৮৩৫১৮
এখন আপনি যদি আমার পরামর্শ চান, তাহলে আমি বলব আমদানী-রপ্তানী ব্যবসা হচ্ছে রাজকীয়। কোন কোন ক্ষেত্রে আপনি আমদানী-রপ্তানী ব্যবসা করতে পারেন, সেটা জানতে হলে আপনাকে যেতে হবে http://www.alibaba.com/ এ। এখানে আপনি বাম পাশের সাইড বারে অনেক ধরনের ব্যবসা ক্যাটাগরী দেখতে পাবেন। ওখানে যতগুলো লিস্ট রয়েছে ঠিক ততগুলো বা তদোর্ধ্ব ক্ষেত্রে আপনি আমদানী-রপ্তানী ব্যবসা করতে পারেন। বেছে নিন আপনার পছন্দেরটি, আর নেমে যান নিজের ব্যবসায়।
আমি নিজে পোষাক, পাটজাত দ্রব্য ও কেমিক্যাল ব্যবসার সাথে জড়িত। ব্যবসা আরম্ভ করতে হলে প্রথমেই আপনাকে কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। যেমন: আপনার দোকান ভাড়ার চুক্তিপত্র, ট্রেড লাইসেন্স, টিআইএন সনদ, ব্যাংকে কোম্পানির নামে কারেন্ট এ্যাকাউন্ট, ভ্যাট সনদ, চেম্বার অফ কমার্স সনদ, ইনকর্পোরেটেড সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ট্রেডমার্ক সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), এক্সপোর্ট সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ইমপোর্ট সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি। একজন ইন্ডাস্ট্রিয়াল ল’য়ার (উকিল/আইনজীবী) এর সাথে আলাপ করে আপনি কাগজপত্রগুলো করতে পারেন।
বিদেশী বায়ারদের সাথে যোগাযোগের ক্ষেত্রে http://www.alibaba.com/ অন্যতম। এছাড়াও আরো রয়েছে
http://www.made-in-china.com/, http://www.indiamart.com/, http://www.dhgate.com/, http://www.globalsources.com/, http://www.ecplaza.net/, http://www.exportpages.com/, http://www.taiwantrade.com.tw/, http://www.tradekey.com/, http://www.ec21.com/.
কর্পোরেট জগতে প্রোফেশনালদের সাথে যোগাযোগের জন্য আমার পছন্দ হচ্ছে- http://www.linkedin.com/.
এছাড়াও রয়েছে- http://www.xing.com/, http://www.ryze.com/, http://www.econnect.entrepreneur.com/, http://www.biznik.com/ ইত্যাদি।

বায়ারদের ইমেইল আইডি ও ফোন নম্বর খুঁজে বের করে যোগাযোগ করতে থাকুন। অনলাইনে নিজের প্রোডাক্ট আপলোড করুন। এক্ষেত্রে আপনার প্রথম পছন্দ হতে পারে- http://www.behance.net/.
আপনার কোম্পানীর প্রোফাইল তৈরী করে রাখুন, প্রোডাক্ট ক্যাটালগ/ব্রাউচার করুন। সবসময় ভিজিটিং কার্ড সঙ্গে রাখুন। মোবাইল ফোন ২৪ ঘন্টা চালু রাখুন। স্কাইপে, জিটক, ইয়াহু মেসেঞ্জার ও এমএসএন মেসেঞ্জারে আইডি খুলে রাখুন। সবচেয়ে ভালো হয় সকল তথ্যাদি দিয়ে যদি আপনি আপনার কোম্পানীর জন্য একটি ওয়েবসাইট খুলেন।
আশা করি উপরোক্ত তথ্যগুলো কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে। তাহলে আজই কর্পোরেট জগতে প্রবেশ করুন। যারা পোষাক, পাট শিল্প ও কেমিক্যাল ব্যবসায় বিনিয়োগ (Invest) করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমি সবসময়ই নতুন কিছু শিখতে আগ্রহী। কেউ যদি মনে করেন আমার দ্বারা আপনার কোন কাজ/সুফল হবে তাহলে জানাতে বিলম্ব করবেন না। আমি সবসময়ই তৈরী, ইনশাআল্লাহ।
আমার সাথে যোগাযোগের মাধ্যমসমূহ :-
ই-মেইল : stareon.ltd@live.com, stareongroup@gmail.com
ফেসবুক : http://www.facebook.com/mahedi.info
http://www.facebook.com/Stareon.Group
ব্লগ : http://www.askstareonforclothing.blogspot.com/
প্রোডাক্ট গ্যালারী : http://www.stareonshop.blogspot.com/
ওয়েবসাইট : http://www.stareongroup.com/

1 comment:

  1. অসাধারণ হয়েছে...এই পোস্টের আকারের চেয়ে আরো তিন গুন বড় কমেন্ট করে ও এই পোস্টের গুন প্রকাশ করা সম্ভব হবে না। আপনার প্রতিনিয়ত পোস্টের মান দেখে আমি সত্যিই আশ্চর্য হয়ে যাই।
    আপনি সত্যিই একজন জিনিয়াস �� এরকম একটি ব্লগের নিয়মিত পাঠক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সত্যি আজ অসম্ভব সুন্দর একটি পোস্ট করেছেন।স্যার এই সাইট টা আমি নতুন তৈরি করলাম একটু ঘুরে আসেন কেমন সাইট টা font copy and paste����

    ReplyDelete