বিপিএলে কে কোন দ‌লে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াচ্ছে ৪ নভেম্বর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে হয়ে গেল প্লেয়ার ড্রাফট। ১৪৬ দেশি খেলোয়াড় এবং ১৬৮ জন বিদেশি খেলোয়াড়ের মধ্য থেকে দলগুলো বেছে নিয়েছে তাদের পছন্দের খেলোয়াড়দের।
অবশ্য আগেই বেশ কয়েকজন খেলোয়াড়কে দলভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজরা। এবার প্লেয়ার ড্রাফটে মূল কাজটাও সেরে ফেলল তারা। দলও গুছিয়ে ফেলেছে।

এবারের আসরে সাতটি দল অংশ নিচ্ছে। গতবারের পাঁচটি দলের সঙ্গে এবার নতুন ফ্র্যাঞ্চাইজ যুক্ত হয়েছে খুলনা টাইটানস ও রাজশাহী কিংস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন
সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে দেওয়া হচ্ছে ৫৫ লাখ টাকা।
বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পাচ্ছেন ৫০ লাখ টাকা। আর মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহও সমান পারিশ্রমিক পাচ্ছেন।
‘এ’ প্লাস গ্রেডের বাকি দুই ক্রিকেটার সাব্বির রহমান ও সৌম্য সরকার পাবেন ৪০ লাখ টাকা করে পারিশ্রমিক।

একনজরে দেখে নেওয়া যাক বি‌পিএ‌ল'২০১৬ কারা আছেন কোন দলে- কে কোন দলে খেলছেন-

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
মাশরাফির দলটি গত আসরের চ্যাম্পিয়ন। ড্রাফটের আগেই তারা দলে ভিড়িয়েছে সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আসর জাইদি, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরাকে।
আর ড্রাফটে পেয়েছেন- ইমরুল কায়েস, লিটন দাস, খালিদ লতিফ, শাহজিব হাসান, আল-আমিন জুনিয়র, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, জেসন হোল্ডার, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসীমউদ্দিন, রাসেল আল মামুন, সৈকত আলী।

বরিশাল বুলস
গত আসরের রানার আপদের আইকন খেলোয়াড় মুশফিকুর রহীম। এছাড়া আছেন শাহরিয়ার নাফীস, দিলশান মুনাবীরা, আল-আমিন হোসেন, তাইজুল ইসলাম, মোহাম্মদ নওয়াজ, কার্লোস ব্রাফেট, শামসুর রহমান শুভ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, নাদীফ চৌধুরী, জশোয়া কব, মেহেদী হাসান, মুনির হোসেন খান।

ঢাকা ডায়নামাইটস
আইকন খেলোয়াড় সাকিব আল হাসান ছাড়াও আগেই দলে ভিড়িয়েছেন কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, রবি বোপারাকে।
আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সেকুগে প্রসন্ন, ওয়েইন পারনেল, সানজামুল ইসলাম, আলাউদ্দীন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, ওসামা মীর।

খুলনা টাইটানস
আইকন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া নিকোলাস পুরান, রিকি ওয়েসেলস, কেভন কুপার, মোহাম্মদ আসগর, বেনি হোয়েল ছাড়াও আছেন মোশাররফ রুবেল, শফিউল ইসলাম, লেন্ডল সিমন্স, বেন লাফলিন, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, মোহাম্মদ আব্দুল মজিদ, অলক কাপালি, আন্দ্রে ফ্লেচার, জুনাইদ খান, মোহাম্মদ হাসানুজ্জামান, নাইম ইসলাম জুনিয়র, নূর হোসেইন সাদ্দাম, তাইবুর রহমান পারভেজ।

রংপুর রাইডার্স
সৌম্য সরকারের(আইকন) দল আগেই চুক্তি করেছে পাকিস্তানি সুপারস্টার শহীদ আফ্রিদি, শার্জিল খান, বাবর আজম, মোহাম্মদ শেহজাদ, দাসুন শানকা, গিড্রন পোপ, রিচার্ড গ্লিসনের সাথে।
এছাড়া আছেন আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, নাসির জামশেদ, সচিত্রা সেনানায়েকে, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাইম ইসলাম, জিহান রুপাসিংয়ে, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মোক্তার আলী।

রাজশাহী কিংস
আইকন সাব্বির রহমানের দলে আছেন ড্যারেন স্যামি ও মোহাম্মদ সামি। এছাড়া থাকবেন নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মিলিন্দা সিরিবর্ধনে, উপুল থারাঙ্গা, মমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল হোসেন অপু, রকিবুল হাসান, সামিত প্যাটেল, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সালমান হোসেন, এবাদত হোসেন ।

চিটাগং ভাইকিংস
আইকন তামিম ইকবালের দলের বড় আকর্ষণ ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নবী।
এছাড়াও আছেন তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, গ্রান্ট এলিয়ট, ইমরান খান জুনিয়র, আব্দুর রাজ্জাক, শুভাশীষ রয়, জহুরুল ইসলাম, নাজমুল হোসেন মিলন, জীবন মেন্ডিস, টাইমাল মিলস, জাকির হাসান, সাকলায়েন সজীব, মোহাম্মদ শহীদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, জুবায়ের হোসেন লিখন।

No comments:

Post a Comment