নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২০০৬তম পর্বে শিশুদের সঙ্গে ফেরেশতা থাকে কি না, সে সম্পর্কে শনির আখড়া, ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : বাচ্চাদের মন কিছু ঘটার আগে জানতে পারে এবং তাদের সঙ্গে ফেরেশতা থাকে, এমন বক্তব্য কি শুদ্ধ?
উত্তর : শুধু বাচ্চাদের সঙ্গে ফেরেশতা থাকে, ব্যাপারটি এমন নয়। বাচ্চা এবং আল্লাহর বান্দা, সবার সঙ্গে ফেরেশতা আল্লাহ সুবানাহুতায়ালা দিয়েছেন, প্রত্যেকের সঙ্গেই ফেরেশতা রয়েছে। সুতরাং ফেরেশতাগণ তাদের হেফাজতের দায়িত্ব পালন করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে মানুষের হেফাজতের জন্য নিয়োগ দিয়ে রেখেছেন, এটাকে বলা হয়ে থাকে হাফেদা। এরা হেফাজতের দায়িত্ব পালন করে থাকেন। এটা বাচ্চাদের জন্যও, বয়স্কদের জন্যও প্রযোজ্য।
বাচ্চাদের নাজুক মন, তারা সবকিছু আগে জেনে যেতে পারে, এটিও শুদ্ধ নয়। বাচ্চাদের মন নাজুক, এটি ঠিকই বলেছেন। প্রতিটি জিনিস অগ্রিম জেনে যেতে পারে, ব্যাপারটি এমন নয়। তারা আসলে এ ব্যাপারে তেমন বেশি জানতে পারে না। আল্লাহ সুবানাহুতায়ালা যদি কাউকে জানান, সেটা ভিন্ন কথা। আল্লাহতায়ালা যদি কাউকে অগ্রিম জ্ঞান না দেন, তিনি যদি এই অগ্রিম জ্ঞানের দাবি করে থাকেন, তাহলে তাঁর এই কাজটি সম্পূর্ণ সীমালঙ্ঘন, এটাকেই বলা যায় সীমালঙ্ঘন। তাই এই সীমালঙ্ঘন কোনোভাবেই বৈধ নয় খেয়াল রাখতে হবে।
No comments:
Post a Comment