পিঁপড়ার যন্ত্রণায় অস্থির। বিছানা, টেবিল, ফ্লোর, রান্নাঘর, খাবার, সব জায়গায় পিঁপড়া। নিরুপায় তাই অত্যাচারিত! আজ থেকেই পিঁপড়ার অত্যাচার বন্ধ করুন। অর্থাৎ পিঁপড়ার বংশ ধ্বংস করে দিন খুব সহজ নিয়মে।
এই টোটকা প্রয়োগের ফলাফল২৪ ঘন্টায় পেয়ে যাবেন। এবার চলুন দেখে নেয়া যাক টোটকা কিভাবে বানাবেন ও ব্যবহার করবেন।
উপাদানঃ
১। বরিক পাউডার (৩ চা-চামচ);
২। চিনি (৩ চা-চামচ) এবং
৩। পানি (প্রয়োজন মত)।
পদ্ধতিঃ
প্রথমে বরিক পাউডার গুলোকে চামচ দিয়ে পিষে মিহি করে ফেলুন, যাতে কোন দানা না থাকে। এর পর চিনি এবং পানি মিক্সড করে পেস্ট বানান। পানি ততটুকুই দেবেন যেন পেস্ট এর ঘনত্ব কনডেন্সড মিল্কের মত হয়।
প্রয়োগঃ
এবার পেস্টটা কাঠি বা চামচের আগায় নিয়ে পিঁপড়ার লাইন বরাবর এক দুই ফিট পরপর মাখিয়ে দেন। ব্যাস! আপনার কাজ শেষ।
পিঁপড়া এই পেস্ট খেয়ে সাথে সাথে মরবেনা, ওরা এটা নিয়ে ওদের কলোনীতে যাবে এবং রানী পিঁপড়াসহ সব পিঁপড়াই খাবে। মোটামুটি ২৪ ঘন্টায় পিঁপড়ার কলোনী শেষ।
যারা পিঁপড়া থেকে মুক্তির জন্য ঝামেলাহীন এবং ১০০% কার্যকর উপায় খুঁজছেন তারা এই পদ্ধতি প্রয়োগ করুন, আর পিঁপড়া থেকে নিরাপদ থাকুন।
সতর্কতাঃ
শিশুদের নাগালের বাইরে রাখুন। বাড়ির কোন সদস্যের মুখে যেন না যায়, সেজন্য বাড়ির সবাইকে সতর্ক করে দিন।
No comments:
Post a Comment