'টিম‌ ভিউয়ার' ফ্রি ডাউন‌লোড

অনলাইনে নিজের ঘরের ক‌ম্পিউটারে বসে পৃথিবীর যেকোন স্থা‌নের কম্পিউটার চালনা করা যায় টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্য‌মে! P2P ও ডেস্কটপ শেয়ারিং এর নি‌র্ভেজাল পদ্ধ‌তির সফটওয়্যার সি‌স্টে‌মের নাম 'টিমভিউয়ার' (TeamViewer)।

বিস্তা‌রিত বল‌তে গে‌লে, টিম ভিউয়ার হচ্ছে রিমোট কন্ট্রোল, ডেস্কটপ শেয়ারিং, অনলাইন মিটিং, ওয়েব কনফারেন্সিং এবং কম্পিউটারের মধ্যে ফাইল স্থানান্তরের জন্য একটি মালিকানাধীন কম্পিউটার সফটওয়্যার প্যাকেজ। এর প্রিমিয়াম ভার্সন‌টি ফ্রি নয় ত‌বে ফ্রি ভার্সন‌টির দ্বারা সব‌কিছু করা যায় না। তা‌তে কি? নিজ ক‌ম্পিউটা‌রে ব‌সে ফ্রি‌তে অ‌ন্যের ক‌ম্পিউটারে কাজ কর‌তে পার‌বেন, এতেই বা কম কি!

TeamViewer ব্যবহার ক‌রে এক জায়গায় বসে আরেক জায়গার কম্পিউটার খুব সহজেই প‌রিচালনা করা যায়। তবে অবশ্যই দুটি কম্পিউটারেই ইন্টারনেট সংযোগ ও টিম ভিউয়ার থাকতে হবে।

উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমে দূর থেকে ফাইল বিনিময়সহ কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য লে‌টেস্ট টিমভিউয়ার ডাউনলোড করুন। নিচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম। প্রয়োজন থাকলে এখনই ডাউনলোড করে নিতে পারেন।
 
সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।



লাইসেন্সঃ ফ্রিওয়্যার

ওনারঃ TeamViewer GmbH

ফাইলটির ওজনঃ প্রায় ১৪.৭ মেগাবাইট
ভার্সনঃ 12.0.783
মডিফাইড ডেটঃ ০৬-১২-২০১৭
অপারেটিং সিস্টেমেঃ উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮,  উইন্ডোজ ১০ ইত্যা‌দি।

অনলাইনে আ‌য়ের বি‌ভিন্ন উপায়

No comments:

Post a Comment