নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯৮৬তম পর্বে কোনো জিনিস জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে পারে কি না, সে সম্পর্কে রাজধানীর উত্তরা থেকে ই-মেইলে জানতে চেয়েছেন আলমগীর হোসেন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : কোন জিনিস জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয়?
উত্তর : জাহান্নামের আগুনকে ঠান্ডা করে যে জিনিস, তার মধ্যে একটি হচ্ছে মানুষের চোখের পানি। রাসুল (সা.)-এর হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়েছে। রাসুল (সা.) সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ‘এমন চোখ যেটি সিক্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে।’ আল্লাহভীতির মাধ্যমে যে চোখ সিক্ত হয়, সে চোখের পানি মূলত জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয়।
No comments:
Post a Comment