কোন জিকির করলে বেশি লাভবান হওয়া যায়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২০১৮তম পর্বে কোন জিকির করলে বেশি লাভবান হওয়া যায়, সে সম্পর্কে পাবনা থেকে ই-মেইলে জানতে চেয়েছেন মিজানুর রহমান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : এমন একটা জিকিরের নাম বলবেন যা আমল করলে অধিক লাভবান হওয়া যায়?
উত্তর : খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে জিকিরটি করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন, সেটি হলো, সহিহ বুখারির শেষ হাদিস। আল্লাহর নবী (সা.) থেকে ইমাম বুখারি (র.) শেষ হাদিসটি উল্লেখ করেছেন। সেটি হলো, ‘দুটি কালেমা মানুষের বলার জন্য খুবই সহজ, কিন্তু মিজানের মধ্যে সবচেয়ে ভারি, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়।’ এই দুটি কালেমা খুবই সহজ, ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি’, ‘সুবাহানাল্লাহিল আ’জিম’। তাই এই দুটি জিকির নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নিন, নিয়মিত করে নিন। তাহলেই আপনি সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন, ইনশা আল্লাহু তায়ালা।

No comments:

Post a Comment