আইসিইউ কী?

আইসিইউ (ICU) বা নিবিড় পরিচর্যা কেন্দ্র হাসপাতালের একটি বিশেষায়িত বিভাগ। এখানে জটিল রোগীর চিকিৎসা করা হয়।

ICU কী? এবং কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়?
আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিট আসলে হাসপাতা‌লের একটি বিশেষায়িত ইউনিট। অ্যানেসথেসিয়া বিষয়ের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, এর মধ্যে একটি হলো আইসিইউ। আমাদের শরীরে তো অনেক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করে, যেমন—কিডনি, লিভার, হার্ট, ফুসফুস, মস্তিষ্ক। এর মধ্যে তো হার্ট ও ফুসফুসের তুলনা হয় না। এর মধ্যে তো কিডনি, লিভারও রয়েছে। কোনো কারণে যদি এই অঙ্গগুলো বিকল হয়ে যায়, কাজ করতে না পারে, তখন বিশেষ যন্ত্রের সহযোগিতায় আমরা ওই অঙ্গগুলো সচল করতে পারি। সচল করার জন্য ওই রোগীদের সাধারণ ওয়ার্ডে রাখা সম্ভব নয়। তখন তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

এটা আসলেই একটু ভীতিজনক। আমরা রোগীকে বুঝিয়ে দিই, তারপর তো রোগীরাই এসে বলে। এই সুবিধা কিন্তু সব জায়গায়, সব রকম থাকে না। আইসিইউ মানে কিন্তু এই নয় যে তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। এই যে পাঁচ/ছয়টি অঙ্গের কথা বললাম, এর মধ্যে একটি খারাপ হয়ে গেলেই তার আইসিআইর সহযোগিতার প্রয়োজন হয়।

অধ্যাপক ডা. শাহেরা খাতুন বেলা।
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অ্যানেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

No comments:

Post a Comment